বিশ্বজমিন
ইউক্রেন আক্রমণের শুরুতে রাশিয়ায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল সৌদি আরব
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৩ অপরাহ্ন

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর রাশিয়ার বিরুদ্ধে নেমে আসে নজিরবিহীন নিষেধাজ্ঞা। তবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে সৌদি আরবের ‘কিংডম হোল্ডিং কোম্পানি’ রাশিয়ায় ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করে। এই কোম্পানিটির নিয়ন্ত্রণে রয়েছেন বিলিয়নিয়র প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। অনেকটা গোপনে করা এই বিনিয়োগের খবর সম্প্রতি পাওয়া গেছে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, রুশ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম, রোসনেফট এবং লুকোইলে এই বিশাল অর্থ বিনিয়োগ করেছে সৌদি আরব। অন্য সময় এই বিনিয়োগ নিয়ে হয়তো মাথা ঘামানোর মতো কিছু হতো না। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেই এই বিনিয়োগ এখন প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়ার জ্বালানিকে টার্গেট করে যখন ইউরোপ ও আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তখন সৌদি আরব সেখানে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সংকটে নিরপেক্ষ অবস্থা বজায় রাখার কথা বলে আসছে। এতে অনেকটাই ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। মধ্যপ্রাচ্য এবং ভারতের মতো দেশগুলো রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এতে করে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে সৌদি আরব রাশিয়ার গ্যাজপ্রমে বিনিয়োগ করেছে ৩৬৫ মিলিয়ন ডলার। রোসনেফটে বিনিয়োগ করেছে ৫২ মিলিয়ন ডলার। লুকোইলে বিনিয়োগ করেছে ১০৯ মিলিয়ন ডলার।
প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বিশ্বের কাছে আগে থেকেই পরিচিত। প্রযুক্তি কোম্পানি অ্যাপল-এ বিনিয়োগ করেছিলেন তিনি। এছাড়া উবার ও টুইটারেও বিনিয়োগ আছে তার। তিনি মূলত এমন সব প্রকল্পে বিনিয়োগ করেন যার দারুণ ভবিষ্যৎ রয়েছে। তিনি ঝুঁকি নিতে পছন্দ করেন।