ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সংসদীয় কমিটির বৈঠক

উন্নয়ন সহযোগীদের সঙ্গে সুসম্পর্কে গুরুত্বারোপ

কাজী সোহাগ
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার

নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করতে চায় বাংলাদেশ। ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। এরই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক এর প্রতিনিধিদের বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট নেতিবাচক প্রভাবকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের হাতিয়ার হিসেবে কোনো মহল যাতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হতে পারে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিতে এসব আলোচনা হয়। গত ১০ই আগস্ট কমিটির ২৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়। ওই বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে সকল সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার সুপারিশ করা হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে পৃথিবীর প্রায় ১৪টি দেশের সংসদের ফ্রেন্ডশিপ গ্রুপ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ-যুক্তরাজ্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান।

বিজ্ঞাপন
সংসদীয় কমিটির পক্ষ থেকে আমেরিকায় দেশি-বিদেশি থিঙ্ক-ট্যাঙ্কারদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সুপারিশ করা হয়েছিলো। ওই সুপারিশের ফলোআপ জানাতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে- চলতি বছরের ১৯শে মে বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর সঙ্গে একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি দলের একটি গোলটেবিল আলোচনা হয়। আইআরআই-এর প্রেসিডেন্ট এবং সিইও ড্যানিয়েল টুইনিং আইআরআই পক্ষে নেতৃত্ব দেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন আইআরআই-এর এশিয়া বিভাগের পরিচালক জোহানা কাও, বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর জিও ফ্রেম্যাক ডোনাল্ড, ডেপুটি ডিরেক্টর রোন্ডামেস, অ্যাসোসিয়েট ডিরেক্টর ম্যাটকার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোহুল্লাহ নিয়াজি। এতে বলা হয়- সভায় প্রতিনিধি দলের সদস্যগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অনুকরণীয় আর্থ-সামাজিক পরিবর্তন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসবাদ এবং মাদক ও মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই, র?্যাবের অবদান সম্পর্কে আইআরআই কর্মকর্তাদের অবহিত করেন। প্রতিনিধিদল এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণ, দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও আলোকপাত করেন। এতে বলা হয়, চলতি বছরের ৫ই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফরকালে বিশ্বখ্যাত থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এ বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ১৬ থেকে ২১শে শে মে সিএসআইএস এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশে ভ্রমণ করার কথা থাকলেও তা হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক এর প্রতিনিধিদের বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয় দেশি-বিদেশি থিঙ্ক-ট্যাঙ্কের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের মাধ্যমে নিয়মিত দেশি-বিদেশি থিঙ্ক-ট্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে কাজ করে যাচ্ছে। এদিকে বৈঠকে আলোচনায় অংশ নিয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, একটি মহল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাবকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী দেশেগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করতে পারেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে হবে। একই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কমিটির অপর সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় বাংলাদেশে জ্বালানি ও খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব মারাত্মকভাবে পড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিরোধী অপশক্তিগুলো দেশের ভেতরে ও বাইরে সোচ্চার হতে পারে। তাই আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্ব পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে একটি রিপোর্ট দেয়। তাতে বলা হয়- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট নেতিবাচক প্রভাবকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের হাতিয়ার হিসেবে কোনো মহল যাতে উক্ত নেতিবাচক প্রভাবকে ব্যবহার না করতে পারে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সজাগ ও তৎপর রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়া সংক্রান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশস্থ সকল মিশনকে খাদ্যশস্যের বিকল্প উৎস অনুসন্ধান করতে অনুরোধ করে। তেলের মূল্যবৃদ্ধিজনিত স্ফীতি হ্রাসের লক্ষ্যে বিশ্ববাজারে তেলের সুলভ উৎস সন্ধান করার ব্যাপারেও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মপরিকল্পনা করার ব্যাপারে কাজ করছে। দেশের ভেতরে এবং বৈদেশিক ইলেক্ট্র্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরগুলোর দিকে দৃষ্টি রাখা হয়েছে যেন অসত্য ও বানোয়াট তথ্য ব্যবহার করে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা স্বল্পতম সময়ে প্রতিহত করা যায়। এ বিষয়ে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহকে অবহিত করা হয়েছে। প্রতিবেদেনের শেষে বলা হয়- আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের যাতে কোনো মহল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে এবং এ বিষয়ে মিশনগুলোকেও সজাগ রাখা হয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status