বিনোদন
ঈদেই আসছেন পূজা ক্রুজ
স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২৫, শনিবার
ছবির শুটিং শেষ হয়েছে বেশ আগে। কিন্তু নানা কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়। অপেক্ষার প্রহর দীর্ঘ হয় গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ক্রুজের। যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায়। তবে, অনেকটা সময় পার হয়ে এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে এ ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ পেয়েছে। ২০০৯ সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে রয়েছেন সানী সানোয়ার। সিনেমাটিতে একজন পুলিশ তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এদিকে, এশা চরিত্রে অভিনয় ও ছবিটি মুক্তি প্রসঙ্গে পূজা ক্রুজ বলেন, ছবিটির শুটিং ঢাকা, ময়মনসিংহ ও জামালপুরের বিভিন্ন স্থানে করেছি। ছবিটিতে আমার চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে, এশার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় ছবিতে। এ নিয়েই এগিয়ে যায় ছবির গল্প। পূজা বলেন, অনেকদিন ধরে অপেক্ষা করছি ছবিটির। এবার ঈদের মতো বড় উৎসবে ছবিটি মুক্তি পাচ্ছে। এটা ভালোলাগার ব্যাপার আসলে। তা ছাড়া, এ ছবি মুক্তি না পাওয়ায় নতুন কাজও হাতে নেইনি। আমি আসলে তাড়াহুড়োয় বিশ্বাস করি না। ধীরে পথ চলতে চাই। না হলে অনেক কাজই করতে পারতাম। ‘এশা মার্ডার: কর্মফল’- এ দর্শকদের রেসপন্সটা আগে দেখতে চাই। এরপর পরের কাজের সিদ্ধান্ত। এদিকে, এ ছবিতে আরও অভিনয় করেছেন- ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। বিশেষ একটি চরিত্রে থাকছেন- মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।