ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

পাবনার ঈশ্বরদী উপজেলায় পানি সংকটের কারণে পাট জাগ দিতে পারছে না কৃষক। অনেক স্থানে ক্ষেতেই পাট পুড়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। অনেক কৃষক পাট কেটে অপরিষ্কার পানিতে জাগ দিচ্ছেন। এতে পাটের আঁশের রং কালচে হয়ে যাচ্ছে। এ কারণে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। জানা যায়, মার্চের শেষে পাটের বীজ বপন করা হয়। পাট কাটা শুরু হয় জুনের শেষে। সাধারণত জুন মাসের শেষের দিকে খাল, বিল ও নালা বৃষ্টির পানিতে ভরে যায়। কিন্তু এবার বৃষ্টিপাত কম। খাল, বিল ও নদ-নদীতে পানি কম।

বিজ্ঞাপন
এ কারণে পাট জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাট জাগ দিতে প্রায় চার-পাঁচ হাত গভীর পানির প্রয়োজন হয়। পাট জাগ দিতে নসিমন বা ভ্যানে করে নিয়ে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে। এতে সময় ও খরচ বেশি হচ্ছে। জানা গেছে, উপজেলায় চলতি অর্থবছরে পাটের আবাদ হয়েছে ৩৮০ হেক্টর জমিতে। সরজমিন দেখা যায়, দাশুড়িয়া, মুলাডুলি, লক্ষ্মীকুণ্ডা, সাহাপুর ইউনিয়নে খাল, বিল, ডোবা এবং জলাশয়ের কিছু কিছু অংশে হাঁটুপানি রয়েছে। তবে যেটুকু পানি আছে তা পাট পচানোর জন্য যথেষ্ট নয়। গত কয়েক দিনের তীব্র রোদে পানি শুকিয়ে গেছে। পাট কেটে সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে। পাটের গোড়ার দিকে আধা হাত পরিমাণ কালচে রং ধরেছে। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কালামপুর পূর্বপাড়া গ্রামের কৃষক সরোয়ার মাতুব্বর (৪১) বলেন, তিনি চার বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। তিন বিঘা জমির পাট কেটেছেন ১৭-১৮ দিন আগে। অপেক্ষায় ছিলেন বৃষ্টির পানির। পরে বাধ্য হয়ে জমির পাট কেটে ফেলেছেন। দেরিতে পাট কাটায় পাতা পুড়ে গেছে। আঁশের রং কালচে হয়ে যাবে। এতে পাটের ভালো দাম পাওয়া যাবে না। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, পাট জাগ দেয়া নিয়ে ঈশ্বরদী উপজেলার কৃষক বিপদে আছেন। বৃষ্টি নেই, নিচু জমিতে পানি নেই। ক্ষেতে পাট মরে যাচ্ছে। পাট নিয়ে লোকসানের মুখে রয়েছেন কৃষক। উপজেলাতে এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ পাট কাটা হয়েছে। আরও ৫০ শতাংশ পাট কাটার পক্রিয়া চলছে। পাট অধিদপ্তরের পাবনা কার্যালয়ের মূখ্য পরিদর্শক হাজ্জাজুর রশীদ বলেন, ‘পাট সহজে পচানোর জন্য ‘রিবন রেটিং পদ্ধতি’ চালু করা হয়েছিল। এ পদ্ধতিকে পাট কাটার পর ছাল আলাদা করে পচিয়ে নেয়া হয়। এতে পানি কম লাগে। তবে কৃষক এ পদ্ধতি গ্রহণ করেননি।’

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status