বিনোদন
কান চলচ্চিত্র উৎসবে বর্ষা
স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৫, বুধবার
আমন্ত্রিত হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে এই অভিনেত্রীকে। এটি কানে বর্ষার দ্বিতীয় সফর হতে চলেছে। গত বছরও তিনি কান উৎসবে অংশ নিয়েছিলেন। এবারের উৎসবে অংশগ্রহণ নিয়ে বর্ষা বলেন, এমন একটা আয়োজনে বাংলাদেশ থেকে যাচ্ছি। এটা খুবই ভালো লাগার ব্যাপার। এটি চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব। সেখানে আমাদের দেশের সংস্কৃতি, সিনেমা, নারী নিয়ে কথা বলবো। আমার সঙ্গে প্যানেলে যারা আছেন, তাদের একজনের সিনেমা কানে প্রিমিয়ার হবে। মানুষের শেখার তো শেষ নেই, অনেক কিছু শিখবো, জানবো, দেখবো। অনেক অভিজ্ঞতা হবে। সবকিছু নিয়ে আমি এক্সাইটেড। এদিকে গতকাল থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বর্ষার সঙ্গে আলোচনায় অংশ নেয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানী রয়েছেন। আগামী ১৪ ও ১৫ই মে অনুষ্ঠিত হবে এই আলোচনা পর্ব।
পাঠকের মতামত
টাকা থাকলে অনেক কিছু হয়।