বিনোদন
সেলিনার অপূর্ণ স্বপ্ন
বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৫, বুধবার
পাক-ভারতের অশান্ত পরিস্থিতিতে এবার আবেগে ভাসালেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, শুনেছি উধমপুরের আর্মি পাবলিক স্কুলে হামলা হয়েছে। এটা আমাদের জন্য শুধু একটা খবর নয়। শুনে খুব কষ্ট পেয়েছি। চোখে যেন জল চলে আসার জোগাড়। এই স্কুলের সঙ্গে শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে আমার। সীমান্তে সেনাবাহিনীর সাহসিকতার কথা উল্লেখ করতে গিয়ে স্মৃতিতে ডুব দেন অভিনেত্রী। তিনি বলেন, ১৯৮০ সালে আমি জন্মেছি। বাবা এবং দাদু সেনাবাহিনীতে যুক্ত। তাদের দেখেই বড় হয়েছি। প্রতিটি বিদায়ই শেষবারের বিদায় হতে পারে জেনেই আমি বড় হয়েছি। আমার বাবা বিস্ফোরণের শব্দে মাত্র ৪১ বছর বয়সে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। সেনার পরিবারের সদস্য হিসেবে শক্তিশালী হিসেবে বড় হয়েছি। সেলিনা বলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় আমার বাবা সবে একুশ বছরের। বাবা ভাদুরিয়ার যুদ্ধে গুরুতর আঘাত পেয়েছিলেন। একাধিক জায়গায় গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা সত্ত্বেও লড়ে গিয়েছিলেন। বাবা সাহসিকতার জন্য দু’বার পুরস্কৃতও হন। অভিনেত্রী নিজেও সেনাবাহিনীতে যোগদানের চিন্তাভাবনা করেছিলেন। তিনি বলেন, আমি মডেলিংয়ের পাশাপাশি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং এএফএমসি-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মিস ইন্ডিয়া হওয়ার সময়েও বাবা এবং আমার আশা ছিল সেনাবাহিনীতে যোগ দেবো। আমার পরিবারের বহু নারী সেনাবাহিনীতে রয়েছেন। আমার কাকি নৌবাহিনীর চিকিৎসক। আমার স্বপ্ন ছিল সেনার পোশাক পরা। কিন্তু তা পারিনি। সেটাই আমার একটি অপূর্ণ স্বপ্ন।