অনলাইন
চা শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান গণসংহতি আন্দোলনের
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৩ আগস্ট ২০২২, শনিবার, ৬:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৫ অপরাহ্ন
অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরী ৩০০ টাকা করার দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছে গণসংহতি আন্দোলন। শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্দ্ধগতির এই সময়ে কারো দৈনিক মজুরি ১২০ টাকা অত্যন্ত অমানবিক। কেননা যেখানে ১ কেজি মোটা চালের দাম বাজারে ৬০-৭০ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে ১৬৭টি চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিকরা
নেতৃবৃন্দ আরো বলেন, একদিকে মালিকপক্ষের মজুরি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব যেমন হাস্যকর তেমনি সরকারের এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপও আমরা দেখতে পাই না বছরের পর বছর ধরে। কাজেই মজুরি বোর্ডের মাধ্যমে যুগপোযোগী মজুরি নির্ধারণ করার দাবি জানাই। আমরা সারাদেশে চা-শ্রমিকদের কর্মবিরতিকে সমর্থন করি এবং মনে করি এই আন্দোলন সফল হবে। অবিলম্বে মজুরির দৈনিক হার ৩০০ টাকা বাস্তবায়ন করে চা শ্রমিকদের যুক্তিসঙ্গত সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
৩
পাকিস্তান পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র
৭
নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক
৯