দেশ বিদেশ
যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের সংবাদ সম্মেলন আজ
তারুণ্যের সমাবেশ করবে বিএনপি’র ৩ অঙ্গসংগঠন
স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবারআজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি’র তিন অঙ্গসংগঠন- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন থেকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে ফের তারুণ্যের সমাবেশ কর্মসূচি ঘোষণা করবে বিএনপি’র এই তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামী ৭ই এপ্রিল চট্টগ্রাম বিভাগ থেকে এ সমাবেশ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিন সংগঠনের নেতারা জানান, এই কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক করছেন তিন সংগঠনের শীর্ষ নেতারা। গতকাল নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ছাড়া রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিন সংগঠনের নেতারা।
এই তিন সংগঠনের সংবাদ সম্মেলনের বিষয়টি রোববার এক বিবৃতিতে জানানো হয়। সূত্র জানায়, ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এই ইস্যুতে ঐকমত্য গড়ে তুলতে দলটি তাদের জোট শরিক ও মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এখন এ কর্মসূচিতে মাঠে নামছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। এই কর্মসূচির মধ্যদিয়ে জনগণকে ঐক্যবদ্ধ এবং সংগঠনকে গতিশীল করাসহ সরকারকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চাচ্ছে বিএনপি। তাদের কর্মসূচিতে থাকবে ভোটাধিকার আর গণতন্ত্র রক্ষার আহ্বান। ২০২৩ সালের জুনে সারা দেশের বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই কর্মসূচি তরুণ ও যুবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তিন সংগঠনের নেতারা জানান, এই কর্মসূচিকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গেও বৈঠক করা হচ্ছে। নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এবার আরও বেশি তরুণ ও যুবকসহ বিভিন্ন পেশার মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করতে চায় বিএনপি’র ভ্যানগার্ড হিসেবে পরিচিত এই তিন সংগঠন। ওদিকে, ডিসেম্বর নির্বাচনে প্রশ্নে গত ১৭ই এপ্রিল থেকে বিএনপি তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করছে। এখন পর্যন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএম, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রভৃতি দলের সঙ্গে বৈঠক শেষ করেছে দলটি।