দেশ বিদেশ
২০শে আগস্ট দেশজুড়ে একদিন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২২, শুক্রবার
দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০শে আগস্ট একদিনব্যাপী ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর জন্য ১ম, ২য় ও বুস্টার (৩য়) ডোজ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কেন্দ্রীয় পর্যায়ে মোট ১ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮৩৯ ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে। ৭ই আগস্ট পর্যন্ত দেশে মোট সংগৃহীত কোভিড-১৯ ভ্যাকসিন সংখ্যা ৩১ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৮০০ ডোজ। মোট প্রদানকৃত ১ম ডোজ ১২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৩৬২ (৭৬.১৯%)। মোট প্রদানকৃত ২য় ডোজ ১২ কোটি ৭ লাখ ৩ হাজার ১২০ (৭০.৮৭%)। মোট প্রদানকৃত বুস্টার (৩য়) ডোজ ৪ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৯৭৮ (২৩.৮৭%)। বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকারও দেশের কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে গত ১১ই আগস্ট থেকে দেশের সকল ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
কর্মপরিকল্পনা অনুমোদন: ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হিসেবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে প্রয়োগের জন্য ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাভ করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর ভ্যাকসিনটি প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে।
টিকার ধরন: শিশুদের উপযোগী ফাইজার ভ্যাকসিন।
প্রদেয় ডোজ: ৮ সপ্তাহ বা ৫৬ দিনের ব্যবধানে ২ ডোজ। কোথায় টিকা দেয়া হবে: সারা দেশের সকল সিটি করপোরেশনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের বিদ্যালয়কেন্দ্রিক ভ্যাকসিনেশনের পরবর্তী কার্যক্রম আগামী ২৫শে আগস্ট শুরু হবে। পর্যায়ক্রমে কমিউনিটি পর্যায়ে প্রদান করা হবে। ইতিমধ্যেই সুরক্ষা ওয়েবপোর্টাল/ অ্যাপের মাধ্যমে উক্ত বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। সিটি করপোরেশনসমূহের প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে এই ভ্যাকসিন প্রদান করা হবে।
টিকাদান লক্ষ্যমাত্রা: সারা দেশের প্রায় ২ দশমিক ২ কোটি শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কারা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন: ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশু।
কীভাবে ভ্যাকসিন পাবেন: কোভিড-১৯ টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে নিকটস্থ বিদ্যালয় ভ্যাকসিনেশন সেন্টার (স্কুলপড়ুয়া শিশু) ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাকসিন গ্রহণ করা যাবে।
পরবর্তী পরিকল্পনা: অদ্যাবধি উদ্দিষ্ট জনগোষ্ঠীর প্রায় ৩৩ লাখ ১ম ডোজ এবং ৯৪ লাখ ২য় ডোজ গ্রহণ করতে পারেনি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ২০শে আগস্ট একদিনব্যাপী ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর জন্য ১ম, ২য় ও বুস্টার (৩য়) ডোজ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হবে।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]