দেশ বিদেশ
নির্বাচনী আচরণবিধি নিয়ে আজ বৈঠকে বসছে ইসি
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারনির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি বিষয়ক কমিটি। বৈঠকে নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম সংক্রান্ত এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। গতকাল নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলামের পক্ষে একান্ত সচিব মো. সাইফুল ইসলাম সভার নোটিশ জারি করেন। এতে বলা হয়, ২৪শে এপ্রিল বিকালে ‘সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে। ইসি জানায়, বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, নির্বাচনী আচরণবিধিমালায় অনেক পরিবর্তন আসছে। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার। নির্বাচনী প্রচারণায় নিষেধ করা হচ্ছে পোস্টার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতি ৭ দিন অন্তর নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। জনসভা করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে ৭২ ঘণ্টা আগে। আচরণবিধিতে যুক্ত করা হচ্ছে প্রার্থিতা বাতিলের বিধানও। এ ছাড়া রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় ৫ জনের অধিক থাকতে পারবে না। নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা তার পক্ষে ক্যাপ ব্যবহার করা যাবে না। আচরণ বিধিমালায় সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় নতুন করে উপদেষ্টা ও তাদের সমমর্যাদার ব্যক্তিদের যুক্ত করা হয়েছে।
সিইসি’র সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক: এদিকে এদিন সকালে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলী’র সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিইসি’র একান্ত সচিব আশরাফুল ইসলাম। তিনি জানান, অস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি বৃহস্পতিবার সকাল ১১টায় সাক্ষাতের সময় দিয়েছেন।
ওদিকে বৈঠকে, নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।