দেশ বিদেশ
উপ-পরিচালক সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা
বাচ্চাদের জীবন দিতে হয়েছে কারণ সমাজে অনেক অন্যায় ছিল
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
অভ্যুত্থানের পর অনেকের জীবনে আমূল পরিবর্তন ঘটে গেছে। এই দেশের পরিবর্তন ঘটে গেছে। বাচ্চাদের জীবন দিতে হয়েছে। কারণ আমাদের সমাজে অনেক অন্যায় ছিল। এই বাচ্চারা তাদের ভবিষ্যতটা দেখতে পায়নি এই দেশে। এত অন্যায়ের পাহাড় তৈরি হলো যে স্বয়ং উপরওয়ালার নির্দেশেই এটা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের সমাজকল্যাণ অধিদপ্তরে দুইদিনব্যাপী ‘উপ-পরিচালক সম্মেলন- ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে পথচলা’ স্লোগান নিয়ে এই সম্মেলন শুরু হয়েছে। শারমীন এস মুরশিদ আরও বলেন, রাষ্ট্রপর্যায়ের দুর্নীতি, মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি- দেশদ্রোহিতার শামিল। কারণ আমার দেশটা যেভাবে দুর্নীতিতে ভরে গেছে এত বছর। এই দুর্নীতির কারণেই মুখ থুবড়ে পড়েছিল। দুর্নীতির বিরুদ্ধে আপনারা আরও বেশি দায়িত্ববান হবেন। সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের সহকর্মীরা যারা আছেন, তাদের অনুৎসাহিত করবেন।
কর্মকর্তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, এটা আপনাদের বুঝতে হবে। যেটাই দাবি আপনারা করেন না, সেটা বিবেক দিয়ে বিবেচনা করবেন। শুধু দাবি করতে পারেন বলেই দাবি করবেন না। কারণ যখন রাষ্ট্র বলে আমি আর পারছি না, সরকার বলে আমি আর পারছি না- তখন আপনারা কষ্ট পান। তাই আমি বলবো, যেটাই আমি করি না কেন, সেটা যেন রাষ্ট্রের স্বার্থে হয়।
সমাজসেবার সুযোগটা উপলব্ধি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজসেবার এই সুযোগটা পেয়েছেন এটা কাজে লাগান। আমরা পৃথিবীর বুকে সম্মানিত একটি দেশ হতে চাই। আপনারা সবাই জানেন নগদ কী করেছে। নগদ অসহায় মানুষের টাকা আত্মসাৎ করেছে। টাকা শুধু নগদ নেয় নাই, যারা স্টেকহোল্ডার সবাই অপরাধ করেছে।
সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, আমাদের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতি হয়। অন্যান্য মন্ত্রণালয়ের থেকে আমরা অধিক পরিমাণ অর্থ নিয়ে কাজ করি। আমাদের মাধ্যমে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ হয়। যা পুরোটাই সমাজের উন্নয়নে। তাই আপনাদের আরও বেশি সচেতন হতে হবে।
এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপ-পরিচালকদের কথা শোনেন। দু’দিনব্যাপী এই উপ-পরিচালক সম্মেলন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এবং সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিষ্ঠানসমূহ ও সদর কার্যালয়ের উপ-পরিচালক এবং তদূর্ধ্ব কর্মকর্তারা।