বিনোদন
অন্য এক অরিজিৎ
বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
২০শে এপ্রিল সকালে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎ সিংকে। পুরোহিত তার গলায় একটি লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ভস্ম আরতিতে যোগ দেন গায়ক। ১৯শে এপ্রিল ইনদওরে গানের অনুষ্ঠান ছিল অরিজিতের। পরের দিন সকালে পুজো দিতে পৌঁছান গায়ক। সমাজমাধ্যমে অন্য এক অরিজিতের এ ছবি এখন ভাইরাল।