অনলাইন
নসরুল হামিদ বিপুর ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-গাড়ি জব্দ, ৭০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে, আর অ্যাপার্টমেন্ট তিনটি বনানীর পিপি টাওয়ারে। এসবের দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এছাড়া গাড়ি তিনটির দাম দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা ধরা হয়েছে। আর তার ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।
উল্লেখ্য, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।
পাঠকের মতামত
জব্দ না বাজেয়াপ্ত কোনটি হবে?
নস্রুল হামিদের ৭০ টি ব্যাংক অ্যাকাউন্ট ? একজন জন জন প্রতিনিধির এত টাকা আসে কোথা থেকে। টেড হিথ ১৯৭০-৭৪ সাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। ১০৪ টা বই এর লেখক টেড চিরকুমার ছিলেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এর আবাস ত্যাগ করার আগে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিক দের প্রশ্ন ছিল স্থান পরিত্যাগের পর সাথে কি নিয়ে জাচ্ছেন? প্রতিউত্তরে শুধু হাতে থাকা কলম টা কে নাড়িয়ে দেখালেন যে এটাই শুধু তার সাথে যাচ্ছে । কিন্তু নস্রুল হামিদ দের বেলায় তাদের কর্দমাক্ত পিচ্ছিল পথ বেয়ে যেতে হয়। আমাদের দেশের রাজনীতিবিদদের লোভের শেষ নেই। এত ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ই বা কি হবে। এতো পাবলিক মানি । কিন্তু দেশের মানুষ এই সব দুর্নীতি গ্রস্থ পালিয়ে যাওয়া ডামই এম পি দের আবার ক্ষমতায় কেন বসাতে চাইছে?
এগুলো "পকেট মানি"।
মাত্র ৩৮ কোটি টাকা !!