খেলা
সানজিদা-সুমাইয়াদের সঙ্গে যোগ দিতে এবার ভুটান গেলেন কৃষ্ণা
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২:২৩ অপরাহ্ন

কয়েকদিন আগেই ভুটানের নারী ফুটবল লীগে খেলতে থিম্পু গেছেন সানজিদা-সুমাইয়ারা। কৃষ্ণা রানী সরকারও ছিলেন সে তালিকায়। তবে শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট জটিলতায় যাওয়া হয়নি তার। এবার সব সমস্যার সমাধান হওয়ায় আজ সকালে সানজিদাদের পথ অনুসরণ করেছেন কৃষ্ণা রানী।
এই নিয়ে মোট ১০ জন বাংলাদেশি যোগ দিয়েছে ভুটানের নারী ফুটবল লীগে। প্রথম দফায় ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছান সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাৎসুশিমা সুমাইয়া।
গত ১৩ই এপ্রিল তাদের অনুসরণ করেন সানজিদা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। চলতি মাসের প্রথম সপ্তাহে ভুটান উড়ে যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন সতীর্থ হিসেবে, এফসি পারোর হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরার সতীর্থ হিসেবে গোলবার সামলাবেন রুপনা। কৃষ্ণাও যোগ দেবেন তাদের সঙ্গে। ট্রান্সপোর্ট চেয়েছিল মোসাম্মৎ সাগরিকাকে। তবে ফিফার নিয়মানুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় যাওয়া হচ্ছে না তার। থিম্পু সিটির জার্সি গায়ে জড়াবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া লীগে খেলার অভিজ্ঞতা আছে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের। ভারতের সেথু এফসিতে খেলেছেন কৃষ্ণা রানী। কলকাতা ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ কাঁপিয়েছেন সানজিদা আক্তার। গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলেন চার টাইগ্রেস ফুটবলার। তারা হলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা। এএফসি উইমেন্স চ্যম্পিয়ন্স লীগে খেলতে সেবার তাদেরকে দলে ভেড়ায় ভুটানের ক্লাবটি।
জুনের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপ বাছাই কিংবা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশি কোচ পিটার বাটলার কাউকে ডাকলে দেশে ফিরতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। তাদের আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।