ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ক্লাব বিশ্বকাপের নতুন সংযোজন, রেফারিদের সঙ্গে থাকবে বডি ক্যাম

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:০৫ অপরাহ্ন

mzamin

একের পর এক চমক দিয়ে যাচ্ছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর সবশেষ সংযোজন হিসেবে উঠে এসেছে বডি ক্যাম। অর্থাৎ এক মাসের এই টুর্নামেন্টে রেফারির চোখেতেও খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। সোমবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে এ তথ্য জানায় ফিফা। 
বডি ক্যামের প্রসঙ্গে ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানান, মূলত টিভি বা অনলাইন দর্শকদের কথা ভেবেই এ সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা মনে করি, এতে দর্শক খেলাটি নতুন করে দেখার অভিজ্ঞতা পাবেন। পর্দায় তারা এমন কিছু অ্যাঙ্গেলের ছবি দেখবেন যা আগে কখনও দেখার সুযোগ পাননি। রেফারিদের প্রশিক্ষনেও এটি কাজে লাগবে। তারা কীভাবে কাজ করছেন সেটিও বুঝতে পারা যাবে। রেফারি কী দেখছেন, সেটি কম গুরুত্বপূর্ণ নয়।’ 
৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়ে আগেই সাড়া ফেলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পুরো টুর্নামেন্টে পুরস্কার হিসেবে বরাদ্দ আছে ১০০ কোটি টাকা, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি। সে অনুযায়ী সবকিছুতে বাড়তি সংযোজনের প্রত্যাশা ফুটবলপ্রেমীরা করতেই পারেন। সেদিকেই হাঁটছে ফিফা। আমেরিকায় হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। তাদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)। আগামী ১৪ই জুন পর্দা উঠতে যাওয়া এই প্রতিযোগিতা পরিচালনা করবেন মোট ৪১টি দেশের ম্যাচ অফিশিয়ালরা। সংযোজন হিসেবে শুধু বডি ক্যামেরাই নয়, খেলার নিয়মেও বড় একটি পরিবর্তন এনেছে ফিফা। মাঠের খেলায় প্রায়শই সুবিধা বুঝে সময় নষ্ট করতে দেখা যায় ফুটবলারদের। এখন থেকে সুযোগ অনেকটাই কমে আসছে। ক্লাব বিশ্বকাপের গোলকিপাররা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই কর্নার পাবে প্রতিপক্ষ দল। বর্তমানে এই নিয়মে ৬ সেকেন্ডের মধ্যে একটি ইনডিরেক্ট ফ্রি কিকের চল রয়েছে। 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status