ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

লন্ডনে ইঞ্জিনিয়ার ইশরাক

হাসিনা-টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি

আরিফ মহফুজ, লন্ডন থেকে

(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একইসঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যের লন্ডনে ‘আমরা ঢাকাবাসী’ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ দাবি জানান মেয়র।

ইসরাক বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ নির্মূলে আন্দোলন করেছে।’

সাবেক ছাত্র নেতা সফাক ইসলাম রিবলোর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘দক্ষিণ সিটির মেয়র হিসেবে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে মেয়র হিসেবে তার পরবর্তী পদক্ষেপ কী হবে।’

ইশরাক আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে দলের হাল ধরেছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এক মুহূর্তেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। তাকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা নির্যাতিত করেছেন। তিনি দেশের আপামর জনতার নেত্রী, দেশ মাতা। তিনি পূর্ণ সুস্থ হয়ে আবার দেশের মানুষের পাশে দাঁড়াবেন।’

গত পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য প্রবাসে থেকেও সংগ্রাম করে যাচ্ছেন উল্লেখ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছেন। ২১ দফার মধ্যেই রাষ্ট্রের পুরো সংস্কার অন্তর্নিহিত রয়েছে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান বদ্ধপরিকর। ক্ষমতায় আসা তারেক রহমানের মূল উদ্দেশ্য নয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই তার একমাত্র উদ্দেশ্য। ফ্যাসিবাদ নির্মূলে দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তারেক রহমানের হাত ধরেই দেশবাসী আগামীর নতুন বাংলাদেশ দেখবে।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটির নানাবিধ সমস্যা নিয়ে উপস্থিত ঢাকাবাসীর নানান সমস্যার কথা শুনেন মেয়র ইশরাক এবং আগামীতে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবশেষে চেয়ারপার্সন বেগমখালেদা জিয়ার সুস্থতা বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকের মতামত

বিএনপিতে তৃণমূল থেকে শুদ্ধি অভিযান খুব জরুরী। বিশেষ করে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত প্রতিটি কমিটির সভাপতি-সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকদের কমপক্ষে গ্রেজুয়েশন থাকা বাধ্যতামূলক করা উচিত। সেই সাথে তাদের চারিত্রিক বৈশিষ্ট ও পাবলিক রিলেশন কেমন তা পরীক্ষা-নিরীক্ষা করে পদবী দেয়া উচিৎ। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ আবির্ভুত অল্পশিক্ষিত-অর্ধশিক্ষিত নেতাদের হাতে দলের কন্ট্রোল চলে যাওয়ায় সাধারণ জনমনে বিএনপির এমন নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। বিশেষ করে শিক্ষিত সচেতন সমাজে বহুল পরিচিত বিএনপি নেতা হিসেবে পরিচিতি যারা ছিলো তারা এখন অবহেলা ও অন্যায়ের স্বীকার হওয়ায় আগামী নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

M.S.Rana
১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:৩৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status