ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

টিকটকে মৃত্যুর হাতছানি, প্রাণ গেল দু’জনের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ‘টিকটক’ ভিডিও তৈরি করছে চারজন -ছবি রেলওয়ে পুলিশের সৌজন্যে

ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক করছিল কয়েক তরুণ। মৃত্যুদূত হয়ে আসে রেলপথের উপর দিয়ে যাওয়া ডিশের তার। তারে লেগে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে টিকটকে মজে থাকা ৪ তরুণ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের একটি কোচের ছাদে ছিল এই তরুণরা। ট্রেনটি বুধবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া রেলসেতু অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও রেল পুলিশ  জানায়, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ওই সময়ে আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছলে ট্রেনের একটি কোচের ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ায় এবং টিকটক ভিডিও করা

শুরু করে। তাদের মধ্যে তিনজন একসঙ্গে দাঁড়িয়ে ছিল এবং দূর থেকে আরেক তরুণ তাদের টিকটকের ভিডিও করছিল। সে সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিশ লাইনের তারে লেগে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয় লোকজন আহত অন্য ৩ জনকে উদ্ধার করে। দুইজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (২২) ও কসবা উপজেলার তারেক মিয়া (২০)। আবদুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নেয়ার পথে তারেক নিহত হন।
আহতরা হলেন- ইকরাম হোসেন (১৮) ও  কসবার বিল্লাল মিয়া (২২)। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে দু’জনকে আনা হয়েছিল দু’জনই অজ্ঞান ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তার মৃতদেহ হাসপাতালে আনা হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, চারজন তরুণ ট্রেনের ছাদে উঠে টিকটক করছিলো। তিনজন একসঙ্গে দাঁড়িয়েছিল এবং তাদের থেকে দূরে আরেকজন দাঁড়িয়ে ছিল। ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুপুরে আরেকজন নিহত হন।

 

পাঠকের মতামত

এখন ওপারে গিয়ে টিকটক করবে।হায়রে মানুষ একটা পরিবার থেকে একটা সক্ষম পুরুষ চলে যাওয়ার বেদনাতো আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে!মোটরসাইকেলে যে ছাপরিরা টিকটক করে তাদের পরিণতি দেখেও খারাপ লাগলেও এখন আর দূঃখ্য লাগেনা।

Saber ahmed
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status