ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে, প্রত্যাশা ফখরুলের

স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা পালন করবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে তার কবরে ফুল দেন এবং দোয়া করেন।

গত ১৫ বছরের ঈদের সঙ্গে এবারকার ঈদের পার্থক্যটা কি জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে ঈদ পালন করছি।
তিনি বলেন, আজকের এই দিনে আমরা আশা করবো,  যে যেই দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবো বলে শপথ নিয়েছি।

আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া চেয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চেয়েছি।
মির্জা ফখরুল বলেন, আমরা দলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে আমরা আপনাদের (গণমাধ্যম) সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীর কাছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

তিনি বলেন, আজকে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেছি। একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেছি। বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন- তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং গণতন্ত্রের জন্য বিগত ১৫ বছর ও জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি।

ফখরুল ইসলাম বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য পরম আল্লাহর কাছে দোয়া করেছি।
এসময়ে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, আমিনুল হক, এসএম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায় এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে জানান, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। এটাকে ভুলভাবে ব্যাখা করার সঙ্গে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা। নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে এসেছি। আমরা কখনো বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে ফখরুল বলেন, দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দল মত থাকা। জনগণ যাদেরকে ভোট দিবে তারা পার্লামেন্ট গঠন করবে। তিনি বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। তা না হলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সৈরাচারের বিচার ও প্রয়োজনীয় সংষ্কার শেষে নর্বাচন। আপাতত এই দিকেই মননিবেশ করুন। দেশের আমজনতা ভালোই আছে, কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না প্লিজ। আপনারা তো জনগণের রাজনীতি করেন, কাজেই জনগণের পাল্স বুঝে আন্দোলনের ডাক দিয়েন,আমরাও থাকবো। ধন্যবাদ।

SM. Rafiqul Islam
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:০৯ অপরাহ্ন

স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং সংস্কার সম্পন্নের পর নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করবে, ইনশাআল্লাহ।

Nayeem
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:১০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status