ঢাকা, ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

শতকোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ অপরাহ্ন

mzamin

ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য দেয়া সরকারি ফান্ডের শত কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, ৭৪৫ জন শহীদের পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দেয়া হয়েছে, যা শহীদ পরিবারের ৮৭.১৩ শতাংশের জন্য সহায়তা। তবে আইনি জটিলতার কারণে ১০০ জন শহীদের পরিবারের সহায়তা আটকে রয়েছে।
এছাড়া, আহত ৫,৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ টাকা দেয়া হয়েছে, যা মোট আহতদের ৩৮.৩৯ শতাংশের জন্য বরাদ্দ করা হয়েছে।

স্নিগ্ধ বলেন, আহতদের সহায়তা দিতে দেরি হওয়ার মূল কারণ হল, প্রতিদিন অনেক লোক ফ্রড (প্রতারণা) সেজে আসছে। এমআইএস ভ্যারিফিকেশন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভ্যারিফিকেশন করার পর সহায়তা বিলম্বিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সরকার আহত যোদ্ধাদের পাশে রয়েছে এবং ঈদের পর আহতদের জন্য বেসরকারি ফান্ড তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদের পরিবারগুলোর কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status