খেলা
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ভারতের
ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়ালেন রোহিত
স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২২, সোমবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১৬ বলে ২ ছক্কায় ৩৩ রান করেন রোহিত শর্মা। এতেই ভারত অধিনায়ক ছাড়িয়ে যান পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এতদিন পর্যন্ত ছিল আফ্রিদির দখলে। দুই ছক্কায় আফ্রিদির রেকর্ড নিজের করে নেন রোহিত। তিন ফরম্যাট মিলিয়ে এখন ৪৭৭ ছক্কা রোহিত শর্মার। ওয়ানডেতে ২৫০টি, টেস্টে ৬৪টি এবং টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা মেরেছেন রোহিত। আফ্রিদি ৪৬৬ ছক্কা নিয়ে অবসরে যান ২০১৮ সালে। এশিয়া ও অন্য মহাদেশের ক্রিকেটার মিলিয়ে আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান ওপেনার ৫৫৩টি ছক্কা মেরেছেন। ৩১ রান করার সুবাদে আরেকটি মাইলফলক স্পর্শ করেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় ওপেনার হিসেবে ছুঁয়েছেন ৩ হাজার রানের মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি নাম লেখান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯৯ ইনিংসে ৩১১৯ রান করেছেন গাপটিল। সব পজিশন মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ৩৪৮৭ রানের মালিক রোহিত। শনিবার ফ্লোরিডায় আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান তোলে ভারত। বড় লক্ষ্য তাড়ায় ১৩২ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে একশো রান তুলতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৮ রানে আভেশ খানের বল খেলতে তারই হাতে ক্যাচ তুলে দেন ব্র্যান্ডন কিং (১৩)। দলীয় সংগ্রহে ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ডেভন থমাস। আভেশ খানের বলে আউট হওয়ার আগে ৪ বলে ১ রান নেন তিনি। সর্বোচ্চ ২৪ করে রান করেন অধিনায়ক নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল। কাইল মেয়ার্স ১৪ ও জেসন হোল্ডার ১৩ রান করেন। বাকিদের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ৪ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আভেশ খান। আর্শদ্বীপ সিং ৩.১ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রবি বিস্ময়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন রোহিত শর্র্মা ও সূর্যকুমার যাদব। রোহিত ১৬ বলে ৩৩ রান নিয়ে ফিরলে ভাঙে এই জুটি। দলীয় ৬১ রানে ফেরেন সূর্যকুমার। আলজারি জোসেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৪ বলে ২৪ রান করেন তিনি। ভারতের দলীয় সর্বোচ্চ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে ৩১ বলে ৬ বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি। সঞ্জু স্যামসন ৩০ এবং অক্ষর প্যাটেল ২০ রান নিয়ে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। ওবেদ ম্যাককয়ও দুই উইকেট শিকার করেন, তবে ৪ ওভারে ৬৬ রান দেন তিনি।