ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গোয়াইনঘাটে বনভূমি ধ্বংসের মহোৎসব

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

সিলেটের গোয়াইনঘাটে টাকার বিনিময়ে বন বিভাগের জায়গায় সবই করা সম্ভব। ডাম্পিং ইয়ার্ড, অফিস, স্থাপনা এমনকি থাকার জন্য বাউন্ডারি দিয়ে পাকা ঘর তৈরি করে বসবাসও সম্ভব। দীর্ঘদিন থেকে জাফলং, তামাবিল, সোনাটিলা, মুজিবনগরসহ সর্বত্র চলছে বনভূমি ধ্বংস করে দখল প্রক্রিয়া।  প্রদীপ মণ্ডলের বাড়ির পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় আর সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিনের বাড়ি গোয়াইনঘাটে থাকায় বন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত কোনো ব্যবস্থা নেয় না। ইতিপূর্বে এসব বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি হলেও শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। সরজমিন গত শনিবার সিলেট বন বিভাগের সারী রেঞ্জের জাফলং বন বিট এলাকার সোনাটিলা, তামাবিল, মুজিবনগর, কানাইজুরীসহ আশপাশে পরিদর্শন করে দখল এবং বন  উজাড়ের মহোৎসব চোখে পড়ে। দেখা যায় সোনাটিলা এলাকায় সংরক্ষিত বনের চৈলাখেল মৌজায় রনজিত বাবু নামক একজন সীমানা প্রাচীরসহ পাকা বাড়ি নির্মাণ করেছেন। চৈলাখেল ৪র্থ খণ্ডে মুজিবনগর এলাকায় দেখা যায় আব্দুল হক সরকার টিনশেডের ঘর নির্মাণ করেন। তামাবিল আপ উঠেই দক্ষিণ দিকে ছোট্ট একটি রাস্তা ছিল। সেই রাস্তা এখন প্রশস্ত হয়েছে কয়েকগুণ।

বিজ্ঞাপন
কানাইজুরী এলাকায় শত শত অবৈধ স্টোন ক্রাশার মিল গড়ে উঠেছে। সেখানকার পণ্য পরিবহনে বন বিভাগের বিশাল ক্ষতি করে গড়ে তোলা হয়েছে বিশাল আকৃতির কাঁচা রাস্তা। এ ছাড়াও প্রস্তাবিত বনভূমির জায়গা দখল করে মহাসড়কের পাশে প্রতিদিন গড়ে উঠছে অগণিত অবৈধ স্টোন ক্রাশার মিল। বন রক্ষায় বনের কর্মকর্তা ও বন প্রহরীরা নিয়োজিত থাকার কথা থাকলেও এখানে উল্টো রথে চলে তাদের কার্যক্রম।  গোয়াইনঘাটজুড়ে গড়ে উঠছে অগণিত অবৈধ করাতকল। এসব করাতকল স্থাপনকালে বন বিট ফরেস্টার ও রেঞ্জারের সম্মানী দিতে হয়। বনবিট ফরেস্টার প্রদীপ মণ্ডল যোগদানের পর বনভূমি ধ্বংসের উন্মাদনা বৃদ্ধি পেলেও কার্যকর কোনো ব্যবস্থা বন বিভাগ নেয়নি। প্রদীপ মণ্ডল ও সাদ উদ্দিনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানির নজিরও রয়েছে। এ ব্যাপারে কথা হলে বন বিট ফরেস্টার প্রদীপ মণ্ডল আনীত অভিযোগ অস্বীকার করেন। বনভূমি দখল করে ঘরবাড়িসহ অবৈধ রাস্তা তৈরি করে যানবাহন চলাচল এবং ডাম্পিং ইয়ার্ড গড়ে তোলার বিষয়ে রেঞ্জার সাদ উদ্দিন বলেন, বিষয়টি তিনি দেখছেন। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বনবিভাগের ভূমি দখল ঘটনায় ইতিপূর্বে জেলা প্রশাসন কর্তৃক গঠিত অভিযান ও দখলদার উচ্ছেদ পরিচালিত হয়েছে। যেকোনো ধরনের অবৈধ দখলদার উচ্ছেদসহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনানুগ ব্যবস্থা বলবৎ থাকবে।    

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status