ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

আওয়ামী লীগের চরিত্রে বারবারই ফ্যাসিবাদের চরিত্র পুনরাবৃত্তি হয়: ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৮ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগের চরিত্রে বারবারই ফ্যাসিবাদের চরিত্র পুনরাবৃত্তি হয়। তাদের মত এতো হীন দল আর কখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার রাজধানীর ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিবের স্বাধীনতার ভাষণে সমঝোতার সুর ছিল। শুধুমাত্র জয় বাংলা বললেই স্বাধীনতার ডাক দেয়া যায় না। আওয়ামী লীগের চরিত্রে বারবারই ফ্যাসিবাদের চরিত্র পুনরাবৃত্তি হয়। তাদের মত এত হীন মানের দল আর কখনো প্রতিষ্ঠা হয়নি। যাদের জন্য আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি না। 
দেশে আইনের শাসন নেই উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পহেলা বৈশাখ পালন করলে ইসলাম পঁচে যাবে না। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। একটা কালচার দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এটা এখন গ্রামেও পালন করা হয় উৎসবমুখরভাবে। ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতি বাধাগ্রস্ত করে হাসিনার গোপন মিশন বাস্তবায়ন করা যাবে না। 
তিনি আরো বলেন, হাসিনার বিচারের জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। যেই সরকারই আসুক তার দায়িত্ব হাসিনার বিচার নিশ্চিত করা। অন্যান্য বছর রমজান আসলে আলু,পেঁয়াজের দাম বেড়ে যায়। এ বছর এই সরকার অন্তত বাজার কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া। 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status