ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

ইকবাল হাসান মাহমুদ টুকু

নির্বাচন যত দেরিতে হবে পতিত হাসিনা ও তার দোসরদের সুযোগ বেড়ে যাবে

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে

(৪ সপ্তাহ আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, প্রায় ৭ মাস পেরিয়ে ৮ মাসে পড়েছে। এখন পর্যন্ত এই সরকার থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। নির্বাচন যত দেরিতে হবে ততো পানি ঘোলা হবে। পতিত হাসিনা ও তার দোসররা, যাদের কাছে বস্তাবর্তী টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের আয়োজনে রাজনৈতিক নেতাদের সম্মানে বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টুকু বলেন, ইসলাম ও তৌহিদী জনতার নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবে না। বরং সারা বিশ্বের কাছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে বলে কুৎসা রটছে। রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল, সেগুলো বন্ধ করার চেষ্ট করছে। সেই থেকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্বন্ধে নানান রকম কুৎসা রটানো হচ্ছে। সৌদি আরবের যে কালচার সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সাংস্কৃতিক কালচার আছে। একটার সাথে আরেকটার মিল নেই। সুতরাং ইসলাম হচ্ছে একটা সাম্যের ধর্ম সেখানে আরবীয় সাংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশিও সাংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। একটি মহল সমাজের মধ্যে বিরোধ ও বিভাজন সৃষ্টি করছে। যারা এই কাজটি করছে, এর মধ্যে দিয়ে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো তা পরিপূর্ণ না। বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করছে। গত আঠারো বছর তারা তাদের ভোট দিতে পারে নাই। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, আইজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনীল কুমার, মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, বদরুল আলম, মুজিবুর রহমান মজনু, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এডভেকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বিএনপি নেতা আয়াছ আহমদ, মারুফ আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলালসহ বিএনপির যুবদল,শ্রমিকদল,কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের  নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারে প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে খালেদা জিয়ার আশুরোগমুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়, দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন। 
 

পাঠকের মতামত

বরঞ্চ উল্টোটা হবে। নির্বাচন হবে। বিএনপি ক্ষমতায় যাবে! আওয়ামীলীগ পুনর্বাসিত হবে।

বিসমিল্লাহ্ খান
২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১০:৩৭ অপরাহ্ন

বেয়াই শেখ সেলিমের কোনো সমস্যা হবে না।

আজাদ আবদুল্যাহ শহিদ
২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৯:১৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status