ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

করমুক্ত আয়সীমা ৫ লাখ, করপোরেট কর কমানোর সুপারিশ

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন

mzamin

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। পাশাপাশি প্রাইভেট কোম্পানির করপোরেট কর ২৫ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বিসিআই। সংগঠনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ চেম্বারের বিভিন্ন নেতা ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রস্তাবনায় বলা হয়, আমরা ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করছি। মূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় আগামী ২০২৫-২০২৬ কর বৎসরের জন্য বর্তমান ব্যক্তিগত করমূক্ত সীমা ও বিদ্যমান আয়করের হার পুনঃনির্ধারনের প্রস্তাব করছি।
প্রস্তাবনায় আরও বলা হয়, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব ও সহনশীল কর্পোরেট করের হার নির্ধারণ জরুরি। বাংলাদেশের কর্পোরেট কর হার আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। বিসিআই কোন শর্ত ছাড়াই ২.৫ শতাংশ হারে কমিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব করছি।

সংগঠনটির প্রস্তাবনায় আরও বলা হয়, সারাদেশের মোট আহরিত স্থানীয় ভ্যাটের সিংহ ভাগ আহরিত হয় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান থেকে (সিগারেট, টেলিফোন ও মোবাইল ফোন, গ্যাস, ব্যাংকিং, ঔষধ, বিদ্যুৎ, পেট্রোলিয়াম, সিমেন্ট, সিরামিক ও টাইলস এবং বেভারেজ ইত্যাদি)। তাই এই খাতগুলিকে বিশেষ ব্যবস্থায় মনিটরিং করে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ওপর থেকে করভার মূল্য সংযোজনের আনুপাতিক হারে যৌক্তিক করা হলে একদিকে রাজস্বের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না, রাজস্ব আহরণ ব্যয় বিপুলভাবে কমে যাবে অন্যদিকে উদ্যোক্তা এবং ভোক্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে না বরং মূসক দায় মেনে চলার জন্য অত্যন্ত উৎসাহিত হবে এবং এসব প্রতিষ্ঠান ক্রমে ক্রমে অধিক ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানে উন্নীত হবে। ভোক্তা ও দেশের ৮৫ শতাঙশ ক্ষুদ্র ও মাঝারি খাতের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী ভোক্তা-বান্ধব, ব্যবসা-বান্ধব এবং রাজস্ব-বান্ধব একক ১৫ শতাংশ হারে নিম্নলিখিত ভ্যাট ব্যবস্থা বলবৎ করা জাতীয় স্বার্থে অপরিহার্য।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status