ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

মানব রচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে অশান্তি: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

mzamin

মানব রচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এতো অস্থিরতা ও অশান্তি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়াস্থ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ (ব্রাঞ্চ-৩) মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, মানব রচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এতো অস্থিরতা ও অশান্তি। মূলত সমাজ ও রাষ্ট্রে কোরআনকে বিজয়ী করা গেলে কোন ধর্মের মানুষেরই কোন সমস্যা থাকবে না। দেশের সকল নাগরিক সমাজ অধিকার ভোগ করবে। কেউ কারো হক্ব নষ্ট করার দুঃসাহস করবে না। থাকবে না মানুষে মানুষে কোন বৈষম্য। সমাজে কোন দুর্নীতি, দুঃশাসন, অপরাধ, খুন, ধর্ষণ ও রাহাজানী থাকবে না। রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামায়াত সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। 

দেশে কোরআন বিজয়ী ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জামায়াত আমীর বলেন, গাজা সবসময় অপরাজেয়। কারণ গাজাবাসীরা কোরআনের সঙ্গী ও কুরআনের যোদ্ধা। তারা ভয়কে জয় করেই গাজায় বসবাস করছে। তাদেরকে জন্মভূমি ত্যাগ করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদান করা হলেও আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়েছে গেছেন। মূলত বিশ্বের সকল মা-ই জন্ম দেন সন্তান। কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে জায়নবাদীরা একদিন পরাভূত হবে। তাই এ নির্মমতা দেখে কারো পক্ষে বসে থাকার সুযোগ নেই। বরং যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই এসব মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এ মাহে রমজান মাসে আল্লাহ ভয় এবং তালিম নিয়ে বিপন্ন গাজাবাসীর সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। 

থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আতিক হাসান রায়হানের পরিচালনায় ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম, শ্রমিক নেতা মিজানুর রহমান, জোন টিম সদস্য জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মওদুদী মতবাদে দেশ পরিচালিত হলে দেশে অশান্তি আরো বেড়ে যাবে। মদিনার ইসলামী মতবাদ দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ।

Bashar
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৯ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status