ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রাম বিভাগে সরকারি চাল সংগ্রহের অর্ধেকই ব্রাহ্মণবাড়িয়া থেকে এবার লক্ষ্য পূরণের আশা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি চাল সংগ্রহে এবার লক্ষ্য পূরণ হচ্ছে। গত দুই মৌসুমে চালের বাজার চড়া থাকায় সংগ্রহ অভিযান পুরোপুরি সফল হয়নি। জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে, এবার দাম কমায় মিল মালিকরা চাল সরবরাহে আগ্রহী হয়ে উঠেছেন। সে জন্য অতিরিক্ত বরাদ্দও দেয়া হয়েছে।  চট্টগ্রাম বিভাগে সরকারিভাবে যে চাল সংগ্রহ করা হয় তার প্রায় অর্ধেকই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পূরণ হয়। বিভাগে এ বছর সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৬০ টন। অতিরিক্ত বরাদ্দসহ যার পরিমাণ ১ লাখ ৪০ হাজার ৩৬০ টন। এরমধ্যে সিদ্ধ চাল ১ লাখ ১৭ হাজার ৩৪ টন। আর আতপ চাল ২৩ হাজার ৩২ টন। তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্যে বরাদ্দ ৫১ হাজার ৮৯৫ টন।

বিজ্ঞাপন
অতিরিক্ত ২ হাজার ১৭২ টনসহ সিদ্ধ চালের মোট বরাদ্দ ৪৩ হাজার ২৩ টন। আর আতপের বরাদ্দ অতিরিক্ত ১ হাজার ৬০৬ টনসহ ৮ হাজার ৬৬২ টন। জেলার এ লক্ষ্যের প্রায় সবটাই পূরণ হয় আশুগঞ্জ উপজেলা থেকে। যেখানে দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ ধান ও চালের মোকাম এবং পাইকারি বাজার। খাদ্য অধিদপ্তরের হিসেবে জেলায় সরকারি চাল সংগ্রহের প্রায় ৬০ ভাগ এ উপজেলা থেকে সম্পন্ন হয়। চলতি মৌসমেও এ উপজেলায় ৩১ হাজার ২২ টন বরাদ্দ দেয়া হয়েছে।  গত ১৬ই মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ধানের দাম বেশি থাকায় চুক্তিবদ্ধ ২৬৮ জন মিল মালিক ধীরগতিতে চাল সরবরাহ করতে থাকেন। ফলে আড়াই মাসের বেশি সময়ে পুরো জেলায় ৩৫ হাজার ৮১৩ টন চাল সংগ্রহ হয়। যা মোট লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪৩ ভাগ। খাদ্য অধিদপ্তরের নির্দেশনা ছিল এ সময়ের মধ্যে ৯০ ভাগ চাল সংগ্রহের। জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের বাজার নিম্নমুখী হওয়ায় এখন মিল মালিকরা সরবরাহের গতি বাড়িয়েছেন। মিল মালিকরা জানিয়েছেন, সরকারিভাবে চাল আমদানির খবরে এখানে প্রতিমণ ধান ৪০ থেকে ৫০ টাকা এবং চালের ৫০ কেজি বস্তার মূল্য ১শ’ টাকা কমেছে। মোটা জাতের ধান প্রতিমণ ৯শ’ থেকে ৯২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মোটা ধান থেকে উৎপাদিত চালের খরচ আগের তুলনায় ১-২ টাকা কমে ৩৮-৩৯ টাকায় দাঁড়িয়েছে। ফলে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে তারা তৎপর হয়ে উঠেছেন। এদিকে জেলার খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কম হওয়ায় সংগ্রহকৃত চালের মধ্যে ২৬ হাজার ৪৩৪ টন চাল চট্টগ্রাম বিভাগের ২টি সিএসডিসহ বিভিন্ন জেলার গুদামে পাঠানো হয়েছে। জেলার ১০টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২১ হাজার ৫শ’ টন। জেলার বাইরের গুদামে পাঠানো চালের গুণগত মান ভালো হওয়ায় মিল মালিকদের চাহিদার প্রেক্ষিতে প্রায় ৪ হাজার টন অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়। স্থানীয় খাদ্য অধিদপ্তর আশুগঞ্জের একটি সিদ্ধ অটোমেটিক মিলের জন্যে ৫শ’ টন এবং ৫০টি আতপ মিলের জন্যে ৩৫শ’  টন চাল বরাদ্দের আরও একটি চাহিদাপত্র চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠিয়েছে। জেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি জিয়াউল করিম খান সাজু এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ বলেন, গুদামের ধারণ ক্ষমতা কম হওয়ায় আশুগঞ্জে আমাদের সরবরাহকৃত চালের মধ্যে ১৭ হাজার ৪শ’ টন চাল  চট্টগ্রাম বিভাগের হালিশহর সিএসডি ও দেওয়ানহাট সিএসডিসহ ফেনী, চাঁদপুর জেলার বিভিন্ন গুদামে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এসব খাদ্য গুদাম  পরির্দশন করে আশুগঞ্জ খাদ্য গুদাম থেকে পাঠানো চাল দেখে সন্তোষ প্রকাশ করেন। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা চালের উৎপাদন মূল্য বেশি। তারপরও এখানকার মিল মালিকরা লোকসান দিয়ে চালের গুণগত মান বজায় রেখে গুদামে চাল সরবরাহ করছেন। জেলা চালকল মালিক সমিতির বর্তমান সভাপতি বাবুল আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূঁইয়া (স্বপন) জানান, আশুগঞ্জের চালের গুণগত মান অন্যান্য জেলার চেয়ে ভালো বলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে অতিরিক্ত ৪ হাজার টন বরাদ্দ দেয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি খাদ্য গুদামে সরকারি নির্দেশনা মোতাবেক ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলমান আছে। জেলায় সংগৃহিত চালের গুণগতমান পার্শ্ববর্তী সকল জেলা থেকে ভালো হওয়ার প্রেক্ষিতেই এ জেলায় অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। মিল মালিকরা সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করার দাবি করেছেন। তাদের দাবি প্রস্তাব আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status