বিশ্বজমিন
সৌদি আরব সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৯ মার্চ ২০২৫, বুধবার, ১০:৩৫ অপরাহ্ন

দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও দুই দেশের মধ্যে বিনিয়োগ জোরদারে চার দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আব্দুল্লাহ বিন জালায়ি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সেখানে আরও উপস্থিত ছিলেন সৌদিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আহমেদ ফারুক, কনসাল জেনারেল খালিদ মাজিদ ও অন্য কূটনৈতিক কর্মীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, শেহবাজ শরীফের সঙ্গে পররাষ্ট্র ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চার দিনের ওই সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে শেহবাজ শরীফের। সেখানে তারা বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। তাছাড়া পারস্পারিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। এর মধ্যে বৈশ্বিক ও আঞ্চলিক উন্নয়ন- বিশেষ করে গাজা পরিস্থিতি ,মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মুসলিম উম্মাহ’র বিষয়গুলো এজেন্ডায় শীর্ষস্থানে থাকবে। উল্লেখ্য, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিমন্ত্রণে সৌদি সফরে এই সফরে গেছেন শেহবাজ। সেখানে তিনি মক্কা ও মদিনাতে দু’একদিন অবস্থান করবেন। এছাড়া উপকূলীয় শহর জেদ্দায় গিয়ে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও সাক্ষাৎ করবেন।