দেশ বিদেশ
এস কে সুর ও ইনু পরিবারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবারবাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের হওয়া মামলাগুলোতে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এদিন দুপুরে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হিসেবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বিশাল অঙ্কের অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে এক কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো এবং এক কেজি ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার নিজ দখলে রাখেন। তিনি বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ও তার সহযোগিতায় নিজের ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় সেটা উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনের জন্য স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন দণ্ডবিধিতে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে।
পিতা এস কে সুরের ক্ষমতার অপব্যবহার করে ও পরস্পর সহযোগিতায় মেয়ে নন্দিতা সুর চৌধুরী নিজের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন করেছেন। তিনি ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে নন্দিতা সুর চৌধুরী ও সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।
প্রথম মামলায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় স্ত্রী আফরোজা হক ও তার স্বামী হাসানুল হক ইনুর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।