দেশ বিদেশ
হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৭ মার্চ ২০২৫, সোমবারহবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজ। গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ ঘণ্টা চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হবিগঞ্জ বাপার সভাপতি ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সামসুল হুদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক মনসুর আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমীর মুখলিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিকুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজকে মানহীনতা দেখিয়ে অন্যত্র সরিয়ে নেয়ার গভীর ষড়যন্ত্র চলছে। আট বছর ধরে চলা এ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে জেলার মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন। এখানে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। বিগত সরকারের ব্যর্থতায় এ কলেজ স্থায়ী ক্যাম্পাস পায়নি। শিক্ষকের কোটা পূরণ করা হয়নি। ভালো ল্যাব দেয়া হয়নি। এ দায় কলেজ বা হবিগঞ্জবাসীর নয়। এর দায় সেই সময়কার সরকারের। মানহীন কলেজ দেখিয়ে এখন অন্যত্র সরিয়ে নেয়ার যে ষড়যন্ত্র চলছে, তা কিছুতেই হবিগঞ্জের মানুষ মেনে নেবে না। প্রয়োজনে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
পাঠকের মতামত
ষড়যন্ত্র সর্বত্র। মানহীন করে রেখে দোষারোপ করে সরানোর ষড়যন্ত্র চলতে পারে এটা আমরা বিশ্বাস করি। তা যেকোন মূল্যে রুখতে হবে। সরকার চাইলে মানোন্নয়ন সম্ভব।