ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

‘ঘাবড়াবেন না, সব ঠিক আছে’, অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২:২৩ অপরাহ্ন

mzamin

কবে অবসর নিচ্ছেন বিরাট কোহলি? ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে ভারতীয় মহাতারকাকে? চ্যাম্পিয়নস ট্রফির পর প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে। রোহিত শর্মার মতোই এবার একেবারে সোজাসাপ্টা জানিয়ে দিলেন কোহলি, এখনই থামছেন না। দেশের হয়ে খেলাটা এখনও উপভোগ করছেন এই ভারতীয় ব্যাটার।

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে সংবাদ সম্মেলনেই রোহিত পরিষ্কার করে দেন যে তিনি থাকছেন। সে পথেই হাটলেন কোহলি। কোনো রাখঢাক না রেখে জানিয়ে দিলেন ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত। সম্প্রতি টেস্টে ভালো সময় যাচ্ছেনা ভারতীয় এই তারকার। সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও বাকি ৮ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৯০ রান। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৭০ রান করলেও পরের ৫ ইনিংসে সাকুল্যে করেন ২৩ রান। শেষ ৩৯ ম্যাচে কোহলির সেঞ্চুরি কেবল তিনটি। ফিফটি করতে পারেননি বাংলাদেশের বিপক্ষে সিরিজের ৪ ইনিংসেও। অস্ট্রেলিয়া সফর শেষে এক যুগ পর খেলতে নামেন রঞ্জি ট্রফিতে। সেখানেও এক ইনিংস ব্যাট করে রান করেন মাত্র ৬। অনেকটা একই অবস্থা রোহিত শর্মারও। তাই ধারণা করা হচ্ছিল যে চ্যাম্পিয়নস ট্রফি জিতলে হয়তো দুই সিনিয়র ক্রিকেটার গ্লাভসজোড়া তুলে রাখবেন। রোহিত যেভাবে শিরোপা জিতে সব খোলাসা করেছেন নিজেই, একই পথ ধরলেন কোহলিও। আগামী ২২শে মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন আসর। এর আগে শনিবার কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এ ব্যাপারে কথা বলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটি ভালোবাসি।’ কোহলি যোগ করেন, ‘অর্জনের জন্য আমি খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও এর প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষন ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাব।’

সফরের সময় পরিবারকে পাশে চান কোহলি
অজিদের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে দেশে ফেরার পর কঠোর অবস্থান নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় ক্রিকেটারদের ওপর, যার মধ্যে অন্যতম পরিবার নীতি। বিসিসিআইয়ের সেই গাইডলাইন অনুযায়ী, বিদেশ সফরে পরিবারকে সঙ্গে নিতে পারবেন না কোহলিরা। সফর যদি ১৪ দিনের বেশি হয় তবে পরিবারকে সঙ্গে নেয়ার অনুমতি থাকলেও সবকিছু করতে হবে ব্যক্তিগত খরচে। এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘পরিবারকে গ্যালারিতে পেলে আমরা কতোটা ভালো অনুভব করি সেটা মানুষকে বুঝানো কষ্টকর। মানুষ আসলে এই ব্যাপারটা একেবারেই বুঝতে চায় না।’ তিনি যোগ করেন, ‘আপনি যেকোনো ক্রিকেটারকে জিজ্ঞাসা করলেই সে বলবে, পরিবারকে পাশে চায়। কিন্তু তার মানে এই না যে আমার রুমে গিয়ে সবসময় তারা আড্ডা দেবে। আমরা মাঠে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে পালন করে এরপর পরিবারকে সময় দিতে চাই।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status