ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১২:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৭ অপরাহ্ন

mzamin

ভয়েস অফ আমেরিকা (ভিওএ) এবং রেডিও ফ্রি এশিয়াসহ মার্কিন অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের আকস্মিকভাবে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অফিস ত্যাগ করে সাংবাদিকদের সরঞ্জাম জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। 

সমালোচকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ বিশ্বব্যাপী গণমাধ্যমের প্রভাবকে দুর্বল করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ইমইেলের মাধ্যমে ভিওএ, রেডিও ফ্রি এশিয়া এবং অন্যান্য সংবাদমাধ্যমের শত শত সাংবাদিকদের বরখাস্তের খবর জানানো হয়েছে। ওই ইমেইলে অফিসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এছাড়া তাদের আইডি কার্ড, হাউসের দেয়া মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জামাদি জামা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

ক্ষমতায় এসে মার্কিন উন্নয়ন সংস্থা এবং শিক্ষা বিভাগের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করার পর গণমাধ্যম কর্মীদের ছাঁটাই করলেন ট্রাম্প। শুক্রবার এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) অপ্রয়োজনীয় ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছেন তিনি। যার ফলে কয়েক দশক ধরে চলা গণমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে পড়েছে। 

ইউএসএজিএম-এর অধীনেই পরিচালিত হয় ভয়েস অফ আমেরিকা। যেখানে ৩ হাজারের উপরে কর্মী রয়েছে। কংগ্রেসে পেশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভয়েস অফ আমেরিকার জন্য গত বছর ৮৮ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ ছিল। অন্যদিকে রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়াসহ বেসরকারিভাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্প্রচারকদের সকল চুক্তি বাতিল করেছে সংস্থাটি। 

ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার ১৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহকারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

ট্রাম্প প্রশাসন বলেছে, এই কাটছাঁট নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না। তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কেননা কংগ্রেস মার্কিন প্রেসিডেন্টের হাতে নয়। সেখানে সাংবিধানিক ক্ষমতা বলবৎ রয়েছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status