দেশ বিদেশ
চট্টগ্রামে বিএনপি নেতার হুঁশিয়ারি
‘ড. ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয়’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ মার্চ ২০২৫, রবিবারচট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অনেক অসৎ উদ্দেশ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে। নির্বাচনের দাবিতে যাতে আন্দোলন করতে না হয়, সেটা মাথায় রাখা উচিত। শুধু নির্বাচন নয়, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয়। তাই ছল-চাতুরী না করে অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরওতার আলমগীর বলেন, দেশ ও বিএনপিকে নিয়ে কোনো যড়যন্ত্র সফল হবে না। এ দল জিয়াউর রহমানের আদর্শের দল, গণমানুষের দল। স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল তাদের স্বপ্ন সফল হবে না। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে গেছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এখনো প্রশাসনে আওয়ামী লীগের দোসরা ঘোরাঘুরি করছে।
ভারতে একটি মসজিদে তারাবি নামাজ পড়ার সময় মসজিদ ও মুসলিমদের ওপর আক্রমণ ও মাজারে হামলার তীব্র নিন্দা জানান তিনি। পৌর বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদ, এস এম মনসুর চৌধুরী এবং জালাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- বিএনপি’র প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ।
পাঠকের মতামত
আপনারা রাস্তায় নামলে ঘোড়ার ডিম হয়।
জনগনের স্পেশাল 'লোড' নিতে পারবে বিএনপি?
‘ড. ইউনুসের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন, কিন্তু পালাবেন কোথায় সেই জায়গা আগে রেডি করে রাখেন। ভারতে কিন্তু আপনাদের জায়গা হবে না। নতুন ঠিকানা খুঁজে থাকার জায়গা প্রস্তুত করে এরপর রাস্তায় নামেন।
BNP. নামধারী কিছু নেতা BNP কে বিলীন করতে চাই ۔
এইগুলো নিতান্তই বোকামি কথা বার্তা, এখনো অনেক কিছু বাকি আছে তাতেই এই অবস্থা। তাইলে ভ্যাবিষ্যত তো অনেক ভয়াবহ হবে।
চোরের মায়ের বড় গলা!
তরা আর ভালা হবি না।এমন কোন জায়গা নাই তরা চাঁদাবাজি করতেছিস না।পুরাই BAL -এর কপি।
বণিইসরাইল জাতির মতো কাজ
গুটি কয়েকজনের জন্য পুরো দলকে চাঁদাবাজ বলা আওয়ামী লীগের ধূসরের মতো কথা বলা একই
BNP cannot say this, they should be greatfull to Prof. Yunus sir for their existance.
Ha ha ha ha ha
আপনারা রাস্তায় নেমে বাদাম বাদাম আর বাঙ্গারি বিক্রি কইরেন।
রাস্তায় নামতে হবে না। জনগণ পাত্তাই দিবে না।
রাস্তায় নেমে দেখ বাছা !
মনে হয় ইদুর গর্ত থেকে উকি দিয়ে বিড়ালকে নয়, সিংহকে ভয় দেখাচ্ছে।
আওয়ামী লীগের তো ভারতে আশ্রয় হয়েছে। আর বেশি বাড়াবাড়ি করলেআপনাদের হবে বঙ্গোপসাগরে।
BNP is exaggerating. If BNP goes to power today, Awami league will come out tomorrow. BNP should stay silent and control their goons. Don't even dare to talk about election. We want Dr Yunus stay for 4 years at least.
চাঁদাবাজদের হুংকার!!!!, আহারে মাত্র কয়েক বছর আগেও যারা একটা বালির ট্রাক সরাতে পারে নাই এবং দেশ নেত্রীকে মুক্ত করতে পারে নাই তারাই আজ হুংকার দেয়। কি অকৃতজ্ঞ জাতি। বেটা তোমার তো শুকরিয়া আদায় করা উচিত আজকে নিজের ঘরবাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেছ।
মজা পাইলাম
ডঃ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নামলে আপনারদের ভোটের ঝুরি আরো ফাঁকা হবে, চাঁদাবাজির কারণে এমনিতেই সাধারণ ভোট এখন জামায়াতের পক্ষে।
এরাই আসলে আওয়ামী ! এদের ধরে এখনই শায়েস্তা করার সময়।এতদিন এরা আওয়ামীলীগের ছত্রছায়ায় ছিল, এখন মুখোশ খুলে বিএনপি হয়েছে এবং এই নাম দিয়েই এরা বর্তমান সরকারকে হঠাতে চায়। আগে এদের প্রতিহত করুন।
কবে নামবেন,,,ঈদের পরে নাকি???