ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

কেউ না করলেও বিএনপি গণহত্যার বিচার করবেই : ইশরাক

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৯:২৩ অপরাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনি হাসিনার বিচার আর কেউ করুক বা না করুক বিএনপি বিচার করবেই। এদের নিষ্ঠুরতা থেকে রেহায় পায়নি গর্ভবতী মা, গুলিতে ঝাঁঝরা করে হত্যা করা হয়েছে শিশুদের। সেটি আমরা কখনও ভুলবো না।  তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার ৮ জনকে হত্যা করা হয়েছে। ১৩ সাল থেকে গুম করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। শুধু হাসিনা নয়, তার কোনো দোসরকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, যারা আসবে তাদেরকেও হাসিনার বিচার করতে বাধ্য করবো।  শনিবার বগুড়া সদর সরকারি আজিজুল হক কলেজ মাঠ জেলা ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, জুলাই বিপ্লবে যে ছাত্রসংগঠনগুলো ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল তথা তরুনরা। এর মাধ্যমে প্রমাণ হয় দেশের পাহাড় সমান বাঁধা এবং সমস্যা সমাধান তারা করতে পারে। এই তরুনরা নিজের জীবন দিয়ে খুনী হাসিনাকে মোকাবিলা করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দেশকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছিলো। জাতিকে হাসিনা তার পরিবারের দাসে রূপান্তরিত করেছিলো। তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে শোষণমুক্ত করেছে।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, জুলাই বিপ্লবের পর থেকে জনগণের ছাত্র রাজনীতির প্রতি ভিন্ন চাহিদা তৈরী হয়েছে। তারা আমাদের কাছে অনেক কিছু আশা করে। মানুষের প্রত্যাশা সাথে সামঞ্জস্য রেখে জুলাই বিপ্লবকে স্মরণ করে আমাদের সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। যেভাবেই বলি না কেনো আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। রাজনীতি থেকে সকল নেতিবাচক ধারণা পরিহার করতে হবে। জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলার সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহীদুর নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

গণহত্যার বিচারের জন্য ড. ইউনুসকে আপনারা সহযোগীতা করেন, তাহলে-ই চলবে।

আব্দুল হালিম
১৬ মার্চ ২০২৫, রবিবার, ১০:১৮ পূর্বাহ্ন

সত্য! সত্য! সত্য! তিন সত্য?

মিলন আজাদ
১৫ মার্চ ২০২৫, শনিবার, ১১:০৭ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status