ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ইফতার মাহফিল

ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৮:০২ অপরাহ্ন

mzamin

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণীতে এই ইফতান মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ প্রত্যাশা হচ্ছে তাদেরা ভোটের অধিকার। এই বিষয়টি নিয়ে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হয়। তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও উছিলা চলছে। এদিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ইফতার মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আজকের বাংলাদেশে জনগণ প্রত্যাশা করছে, এদেশে শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে একটি শান্তির নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি, পতিত ফ্যাসিস্ট সরকার বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে। দেশে নানা রকম অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, এই সরকার আশ^স্ত করেছিল জনগণের অধিকার তারা প্রতিষ্ঠা করবে। আর জনগণের অধিকার বলতে আমরা বুঝি তাদের ভোটের অধিকার। তারা ১৬ বছর যাবৎ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেউ কেউ উছিলা দেখাচ্ছেন যে, সংস্কার করে তারপরে নির্বাচন হবে। সংস্কার চলমান পদ্ধতি। কোন সরকারের একার পক্ষে কিংবা কোন একটা সীমিত সময়ে মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না। বর্তমান সরকার প্রায় ৮ মাস সরকারের রয়েছে, এখন পর্যন্ত সংস্কারের কর্মসূচি দিতে পারে নাই। যখন তারা কর্মসূচি দেবে যে কতদিন লাগবে, সেটা নির্ভর করবে তাদের ওপরে। অর্থাৎ এটা চলমান। 

তিনি বলেন, আজকে যারা সরকারের রয়েছে, তাদের উচিত জনগণকে সুযোগ করে দেয়া। যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে। আজকে অজুহাত করা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ যে কাজ করে- দেশের অর্থনীতি, সংবিধান এবং নীতিগত যে সিদ্ধান্ত, এটার দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের। সুতরাং আমরা দাবি করছি,  অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তারিখ ঠিক করে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক। তখন পতিত সরকার যদি কোন ষড়যন্ত্র করতে চায় জনগণই তার মোকাবিলা করবে।

সাংবাদিকদের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।   

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সংগঠনগুলোর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status