ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আরও ২শ’ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের

স্টাফ রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার

নারী ও শিশুর প্রতি সহিংসতার দ্রুত বিচারের স্বার্থে অবিলম্বে কমপক্ষে আরও ২০০টি ‘নারী ও শিশু নির্যাতন’ দমন ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। শুক্রবার এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, বিদ্যমান বিচার ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে যেসব স্টেকহোল্ডার আছে তারা অনেক ক্ষেত্রেই সমন্বিত উপায়ে কাজ করতে পারছেন না। নারী ও শিশু নির্যাতন মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মামলার সংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে দেশে পর্যাপ্ত সংখ্যক ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ না থাকা। আবার বিদ্যমান ট্রাইব্যুনালের বিচারকরা ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’-এর মামলার পাশাপাশি ‘শিশু আদালত’ ও ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’-এর বিচারক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সারা দেশে ১ লাখ ৫১ হাজার ৩১৭ হাজার মামলার বিপরীতে মাত্র ১০১টি ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ রয়েছে। সে হিসাবে গড়ে প্রতিটি ট্রাইব্যুনালে প্রায় ১,৫০০টি মামলা বিচারাধীন আছে। উপরন্তু ট্রাইব্যুনালে পর্যাপ্ত সংখ্যক সহায়ক কর্মচারীর পদ সৃজন করা হয়নি। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সংঘটিত অপরাধগুলোর দ্রুত বিচার নিষ্পত্তির স্বার্থে পর্যাপ্ত সংখ্যক কর্মচারীসহ প্রয়োজনীয় সংখ্যক ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠা জরুরি বলে বিবৃতিতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোর ওপর অর্পিত ‘শিশু আদালত’ ও ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’-এর অতিরিক্ত দায়িত্ব পরিবর্তনপূর্বক পৃথক ‘শিশু আদালত’ ও ‘মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠনেরও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন দমন ও দ্রুত বিচার নিশ্চিতে সরকার ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ প্রণয়নপূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। কিন্তু দুঃখের বিষয় হলো- ২৫ বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আইনটি করা হয়েছিল তা পরিপূর্ণ বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বেশকিছু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ধর্ষণের ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। দেশের সচেতন ছাত্র-জনতা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এমন গর্হিত অপরাধের পুনরাবৃত্তিতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন’ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status