বিশ্বজমিন
টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য বাংলাদেশ জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে: আন্তনিও গুতেরাঁ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন

টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরাঁ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু দেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আপনারা টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ে তোলার জন্য জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।
পাঠকের মতামত
আপনারা রোহিঙ্গা সমস্যার টেকসই এবং ন্যায়সঙ্গত সমাধান দিন, আমাদের ভবিষ্যত আমরাই গড়ে তুলবো, ইনশাল্লাহ।
kew ki kono kicur engit bujbe?