দেশ বিদেশ
জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে কক্সবাজারে নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১৪ মার্চ ২০২৫, শুক্রবার
কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরাঁ। শুক্রবার সকাল ১১টায় জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরাঁ বিমানযোগে কক্সবাজার এবং বিকাল ৪টার দিকে হেলিকপ্টারযোগে উখিয়ার আশ্রয়শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিআইপি এই সফরকে ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত রয়েছে এক হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বৃহস্পতিবার চারদিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন ১৪ই মার্চ সকাল ১০টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেয়া হবে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে। বিকাল ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয়শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরকালে গুতেরাঁ রোহিঙ্গা সমপ্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকালে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। সফরকে ঘিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। এ সুযোগে সমপ্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃক রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন রোহিঙ্গারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ ২০১৮ সালে সর্বশেষ রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন। তবে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম সফর।