ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

মেসির জোড়া গোলে পিএসজির গোলোৎসব

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৫ অপরাহ্ন

mzamin

বার্সেলোনা ছেড়েছেন এক বছর হলো। পিএসজিতে কি সুখি হতে পেরেছেন লিওনেল মেসি? শনিবার রাতের ম্যাচে আর্জেন্টাইন তারকার চওড়া হাসি ইতিবাচক ইঙ্গিতই দেয়। মেসির খোশ মেজাজের নেপথ্যে দুর্দান্ত পারফরম্যান্স। ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দুই গোল করেছেন পিএসজির আর্জেন্টাইন জাদুকর। নেইমারকে দিয়ে করিয়েছেন ১ গোল। মেসি-নেইমারের যুগপৎ পারফরম্যান্সে লা প্যারিসিয়ানরা পেয়েছে ৫-০ গোলের বড় জয়। ক্লেরমঁ ফুটের বিপক্ষে বাকি গোল দু’টি করেন আশরাফ হাকিমি ও মার্কিনিওস।

ক্লেরমঁ’র মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের আধিপত্য অনুমিত ছিল। গত মৌসুমে দু’বারের দেখায় দলটিকে ৪-০ ওও ৬-১ গোলে হারিয়েছিল পিএসজি। এবারও দেখা গেলো মেসিদের স্পষ্ট দাপট। ৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় লা প্যারিসিয়ানরা।

বিজ্ঞাপন
যার মধ্যে লক্ষ্যে থাকে ১২টি। অপরদিকে ৩৮ শতাংশ বল দখলে রাখা ক্লেরমঁ ৭টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

চোটের কারণে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে পারেননি পিএসজির সবচেয়ে দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। তবে মেসি-নেইমারদের নৈপুণ্যে ফরাসি তারকার অভাব বোধ হয়নি বিন্দু পরিমাণ। ম্যাচের নবম মিনিটেই পিএসজি সমর্থকদের আনন্দে ভাসান নেইমার। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে পাবলো সারাবিয়ার কাটব্যাক পান মেসি। দারুণ ফ্লিকে নেইমারকে সুযোগ তৈরি করে দেন সাবেক বার্সা তারকা। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে বাকি কাজ সারেন ব্রাজিলিয়ান তারকা।

২৬তম মিনিটে থ্রু পাস বাড়ান নেইমার। বলের নাগাল পাননি মেসি। তবে দৌড়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মার্কিনিওস। নেইমারের ফ্রি কিক পেয়ে হেডে গোলটি করেন পিএসজি অধিনায়ক।

৮০তম মিনিটে নেইমারের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মেসি। ৮৬ তম মিনিটে আর্জেন্টাইন তারকার ওভারহেডে করা দ্বিতীয় গোলটি দেখার মতো ছিল। জাতীয় দলের সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের মধ্যমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বাইসাইকেল কিক করেন মেসি। ক্লেরমঁ গোলরক্ষক বোঝার আগেই বল জালে জড়ায়।

ম্যাচশেষে পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের  বলেন, ‘আমি তাদের নিষেধ করেছি সম্মিলিতভাবে বল পুনরুদ্ধার করতে এবং ঠাণ্ডা মেজাজে খেলতে। পাবলো সারাবিয়া ম্যাচে দারুণ ভারসাম্য এনে দিয়েছে। লিও গতিময় ছিল এবং বল পুনরুদ্ধারে সচেষ্ট ছিল। নেইমারও বল দখলে এগিয়ে ছিল।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status