ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দোরগোড়ায় সাংবাদিক

জবাব দিলেন না টিউলিপ সিদ্দিক

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

লন্ডনে টিউলিপ সিদ্দিকের বাসার দ্বোরগোড়ায় পৌঁছে গেলেন সাংবাদিক। টিউলিপের খালা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ হয়েছে স্কাই নিউজের একজন সাংবাদিক সে সম্পর্কে তার দিকে প্রশ্ন ছুড়ে মারেন। কিন্তু কোনো জবাব না দিয়ে অপেক্ষারত গাড়িতে উঠে বসেন টিউলিপ। ওই ঘটনার ২৭ সেকেন্ডের একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে স্কাই নিউজ। এতে দেখা যায়, ঘর থেকে বেরিয়ে আসছেন টিউলিপ। তাকে দেখে দূর থেকে একজন সাংবাদিককে কিছু বলতে শোনা যায়। জবাবে টিউলিপ- গুড মর্নিং বলেন। এরপরই ওই সাংবাদিক তার দিকে তিনটি প্রশ্ন ছুড়ে মারেন। তা হলো- আপনার খালা কথিত নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? বাংলাদেশি কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আপনার খালা নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? সাংবাদিকের এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে টিউলিপ সোজা গিয়ে তার গাড়িতে ওঠেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত বিষয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে। একে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। এতে শিশুদেরকে পর্যন্ত হত্যার জন্য টিউলিপের খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়।  ওদিকে টিউলিপ সিদ্দেকের সহায় সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে বাংলাদেশি আদালত। তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে টিউলিপ তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলার জন্য দোষীদের ফেরত চাইতে পারে বাংলাদেশ। 
 

পাঠকের মতামত

টিউলিপ সিদ্দিকী তিনটি প্রশ্নের হাঁ সূচক উত্তর দিয়েছেন। কারণ, 'নিরবতা সম্মতির লক্ষ্মণ।'

আবুল কাসেম
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৭ অপরাহ্ন

Sheikh family may well be a disgusting and Mafiosi family. But they are extremely skilled - in recruiting and organising seasoned criminals in Bangladesh, as well as seducing and infecting foreign items such as Mr Starmer.

Aminul Islam
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৩ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status