বিবিধ
ঈদে টপ টেন মার্টের বাহারি সমাহার
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৩ অপরাহ্ন

বিখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড এবং ফ্যামিলি শপিং এর সর্ববৃহৎ প্রতিষ্ঠান টপ টেন মার্ট এই ঈদে নিয়ে এসেছে নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক ও জুতার বিশাল সমাহার। যা পাওয়া যাচ্ছে স্টোর ও অনলাইনে ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের সবাইকে নিয়ে একই ছাদের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে ঝামেলা বিহীন ও আকর্ষণীয় মূল্যে ঈদের সব কেনাকাটার অনন্য প্রতিষ্ঠান টপ টেন মার্ট। টপ টেন মার্ট-এ পাওয়া যাবে সব বয়সের নারী পুরুষের জন্য দেশি বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, টপস, বোরকা ইত্যাদি। টপ টেন মার্ট-এ আরও রয়েছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। আর শিশুদের জন্য থাকছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি। একই সঙ্গে নিজের পছন্দ মত শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, স্যুট ইত্যাদি বানিয়ে নেয়ায় জন্য বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় ও টেইলারিং সুবিধাতো টপ টেন-এ আছেই। সাধ্যের মধ্যে সর্বোৎকৃষ্ট ঈদের কেনাকাটায় টপ টেন’কে বেছে নেওয়ার পরামর্শ প্রতিষ্ঠানটির।
টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেছেন, আমরা বরাবরই চেষ্টা করি নিয়মিত আমাদের প্রোডাক্টে নতুনত্ব আনা ও প্রোডাক্টের মান উন্নয়ন করা ও সময়ের সাথে তাল মিলিয়ে চলার। এবার ঈদেও এর ব্যতিক্রম হয়নি।