ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ বিসিআই’র

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৯:১৪ অপরাহ্ন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে বিসিআই। বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ) এবং পরিচালনা পর্ষদের সদস্য গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সৈয়দ মঞ্জুর এলাহী ১২ই মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ) তার মৃত্যুতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এক শোক বার্তায় বিসিআই সভাপতি বলেন, তার মৃত্যুতে আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম। উনার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয ক্ষতি। মঞ্জুর এলাহী এ দেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিশাল অবদান রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের শোকার্ত সদস্যবর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status