ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। বুধবার রাজধানীর পল্টনে বিশিষ্টজনদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় জামায়াত আমির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। যে জাতির শিক্ষা যত উন্নত, সে জাতি বিশে^র বুকে ততটাই মর্যাদাপূর্ণ। আফসোস আমাদের স্বাধীনতার ৫০ বছর পরও আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আদর্শ, চরিত্রবান, মর্যাদাপূর্ণ করে তৈরি করতে পারিনি।
অনুষ্ঠানে শিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারও তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করা হচ্ছে। ফ্যাসিজমের পতনে আমরা ছাত্রজনতার পাশে নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছি। জুলাই অভ্যুত্থান সকলের সমম্বিত চেষ্টার মধ্যদিয়ে সফল হয়েছে। তাই আমরা বলি এই আন্দোলনের কোনো মস্টারমাইন্ড নেই, একক কোনো ক্রেডিট নেই।
সম্প্রতি এক প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status