ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

মানবজমিন ডেস্ক

(১০ ঘন্টা আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

mzamin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। রাশিয়া মত দিলেই যুদ্ধরিবতির এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। 

এতে বলা হয়, যুদ্ধবিরতির আলোচনাটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ওয়াশিংটনের প্রস্তাবে রাজি হয়েছে কিয়েভ। 

প্রতিবেদনে বলা হয়, ডনাল্ড ট্রাম্প আশা ব্যক্ত করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তবা তার প্রস্তাবে সাড়া দেবেন। যদি রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে রাজি হন তাহলে ২০২২ সালে ইউক্রেনে হামলা করার পর থেকে তিন বছরের মধ্যে এটাই দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধবিরতি। তবে বাস্তব পরিস্থিতি হচ্ছে এখনও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দেয়ার কয়েক ঘণ্টা পর রাশিয়া কিয়েভের ওপর বিমান হামলা শুরু করে। তবে ইউক্রেনের বিমান বাহিনী এটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির মেয়র ভিটালি ক্লিটসকো। 

সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই চুক্তির বিষয়টি ঘোষণা করা হয়েছে। ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে উত্তপ্ত বাক-বিতণ্ডার দুই সপ্তাহ পর এই চুক্তিতে পৌঁছলো ওয়াশিংটন ও কিয়েভ। মূলত ওই উত্তপ্ত পরিস্থিতির পরই ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প।

 

পাঠকের মতামত

Why don't you mention the drone attack of Ukraine on Moscow? Your news is one sided, partial. Bad journalism.

Babul siraji
১২ মার্চ ২০২৫, বুধবার, ৩:০৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status