প্রথম পাতা
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ
পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৫, বুধবার
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফরমের গণ-পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এসময় সংগঠনটির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। গতকাল বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা পৌনে তিনটার দিকে গণ-পদযাত্রাটির শুরু হয়। ৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। এসময় শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এসময় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় আন্দোলনকারীদেরও মারমুখী অবস্থানে দেখা যায়।
পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল আইন করে কার্যকর করার দাবিও জানান তারা। তারা আরও বলেন, আমাদের পূর্বঘোষিত গণ-পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফরম সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা তা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি থাকায় তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থামানো হয় এবং বলা হয় একটি ছোট প্রতিনিধিদল নিয়ে স্মারকলিপি দিতে।
এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনারসহ পুলিশের পাঁচজন সদস্যকে আহত করেছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে।
পদযাত্রায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পাঠকের মতামত
এরা ফ্যাসিস্টের দোসর এদেরকে শক্ত হাতে দমন করা উচিত
পতিত লীগ আবার শাহবাগী হয়ে ফিরে আসিয়াছে।
ছাত্রলীগের সেই দোসর আবার বাম হয়ে এসেছে।
এরা লীগের ছেলেপুলে।