ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

তামিলনাড়ুর প্রেমাকান্ত বাংলাদেশে, জানলেন প্রেমিকা মজেছেন অন্যের প্রেমে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

প্রেমের টানে ভারতের তামিলনাড়ুর প্রেমাকান্ত প্রায় ৪ হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে এসেছেন। শুক্রবার দুপুরে তিনি তালতলীতে আসেন। তবে পরক্ষণেই জানতে পারেন প্রেমিকা মজেছেন অন্যের প্রেমে। কিন্তু তিনিও হাল ছাড়ার পাত্র নন। তাকে বশে আনবেন এমন পণ করেছেন। আবারো প্রেমিকার সঙ্গে দেখা না করে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তিনি বরগুনায় এসে বিভিন্ন জায়গায় তার প্রেমিকাকে খুঁজে না পেয়ে ৫ই আগস্ট দুপুরে প্রেমিকার পরিবারের সঙ্গে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রেমাকান্ত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে তালতলী উপজেলার টিএন্ডটি এলাকার ও বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে ফেসবুকের মাধ্যমে টানা ৩ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে প্রেম শুধু মেয়ের সঙ্গেই নয়, সুসম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যেও। আর তাই ভিডিও কলে নয়, মনস্থির করেন ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবেন। এরপরই তামিলনাড়ু থেকে প্রথমে বরিশাল ও পরে তালতলীতে আসেন তিনি। প্রেমিক প্রেমাকান্ত জানান, বরিশালে আসার পর ওই শহরে বসে দেখাও মেলে তার প্রেমিকার সঙ্গে। আর এরপরই প্রেমাকান্তের প্রেম নতুন দিকে মোড় নেয়।   তিনি জানান, ২০১৯ সালে ফেসবুকে তালতলীর ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীর হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যেও সুসম্পর্ক গড়ে ওঠে। করোনার বাধা কাটিয়ে প্রেমাকান্ত গত ২৪শে জুলাই বাংলাদেশ এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দু’জনের দেখা হয়। দেখা হওয়ার একদিন পর প্রেমাকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের এক নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিকার। আর এরপরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় সকল প্রকার যোগাযোগ। এমনকি প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারও খেতে হয়। পরে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয়েছে তাকে। এতকিছুর পরও প্রেমাকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো আবারো তার জীবনে ফিরে আসবেন তার ওই প্রেমিকা। শুক্রবার দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে অবস্থান করছেন তামিলনাড়ুর প্রেমাকান্ত। পরে তার প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য পরিবারের সঙ্গে  যোগাযোগ করার চেষ্টা করেন। ডাকবাংলোর হলরুমে সামনে ওই যুবকের আসার খবর পেয়ে সাধারণ মানুষ প্রেমাকান্তকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন।  তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোন বলেন, ভারত থেকে প্রেমাকান্ত নামের এক যুবক তালতলীতে আসছে বিষয়টি শুনেছি। থানায় আসলে ও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status