দেশ বিদেশ
তামিলনাড়ুর প্রেমাকান্ত বাংলাদেশে, জানলেন প্রেমিকা মজেছেন অন্যের প্রেমে
তালতলী (বরগুনা) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবার
প্রেমের টানে ভারতের তামিলনাড়ুর প্রেমাকান্ত প্রায় ৪ হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে এসেছেন। শুক্রবার দুপুরে তিনি তালতলীতে আসেন। তবে পরক্ষণেই জানতে পারেন প্রেমিকা মজেছেন অন্যের প্রেমে। কিন্তু তিনিও হাল ছাড়ার পাত্র নন। তাকে বশে আনবেন এমন পণ করেছেন। আবারো প্রেমিকার সঙ্গে দেখা না করে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তিনি বরগুনায় এসে বিভিন্ন জায়গায় তার প্রেমিকাকে খুঁজে না পেয়ে ৫ই আগস্ট দুপুরে প্রেমিকার পরিবারের সঙ্গে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রেমাকান্ত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে তালতলী উপজেলার টিএন্ডটি এলাকার ও বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে ফেসবুকের মাধ্যমে টানা ৩ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে প্রেম শুধু মেয়ের সঙ্গেই নয়, সুসম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যেও।