দেশ বিদেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
চট্টগ্রামে অর্ধদিবস পরিবহন ধর্মঘটে গণদুর্ভোগ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ আগস্ট ২০২২, রবিবার
হুট করে সব ধরনের জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সরকার। কিন্তু বর্ধিত দামের সঙ্গে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়নি। যে কারণে বর্ধিত দামের সঙ্গে ভাড়ার সমন্বয় করার দাবিতে শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রাম নগরে ডিজেলচালিত সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। আর এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। তবে দুপুর দেড়টার দিকে ঢাকার পরিবহন নেতাদের আশ্বাসে এই ধর্মঘট স্থগিত করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে গাড়ি বন্ধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এ সময় তারা সিএনজিচালিত বাস চালাতেও বাধা দেয়। এ নিয়ে নগরের আগ্রাবাদে একদল বিক্ষুব্ধ শ্রমিককে লাঠিপেটা করে কর্তব্যরত পুলিশ। এতে কয়েকজন শ্রমিক আহত হন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের বহদ্দারহাট, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, দেওয়ানহাট ও আগ্রাবাদ মোড় ঘুরে দেখা যায়, কলকারখানা ও অফিসগামী সাধারণ মানুষের ঢল। রাস্তায় গণপরিবহন ছিল না বললেই চলে। পুরো সড়কজুড়ে ছিল সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশার রাজত্ব। রাস্তায় চলাচলরত অধিকাংশ সিএনজিতে ছিল যাত্রী। তাই খালি কোনো সিএনজি আসলেই তা ভাড়া করতে মানুষ হুড়োহুড়ি করছে। এরমধ্যে মোটরসাইকেল চালকদের অধিকাংশকেই রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ করে কন্টাক্টে যাত্রী নিতে দেখা যায়। তবে দুপুর আড়াইটা থেকে রাস্তায় আবার গণপরিবহন নামতে থাকে। এদিকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেও দুপুরে তা স্থগিত করার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে। তাই ঢাকার নেতাদের পরামর্শে আমরা ধর্মঘট স্থগিত করেছি। দুপুর দুইটার পর থেকে আমাদের চালকরা আবার রাস্তায় গাড়ি নামিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে একটি বিজ্ঞপ্তি দিয়ে হুট করে সব ধরনের জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় সরকার।এই সিদ্ধান্ত রাত ১২টার পর কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়। এই ঘোষণা আসার পর রাত ১২টার পর থেকে বেশি দামে বিক্রির চিন্তায় চট্টগ্রাম নগরের প্রায় সবক’টা পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে পাম্প মালিকরা।