বিনোদন
ঈদের পর শুটিংয়ে মাহি
স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২২, রবিবার
ঈদের পর এবার শুটিংয়ে ফিরলেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল থেকে তিনি একটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘মাস্তান নাম্বার ওয়ান’। পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দিয়াবাড়ির বৃন্দাবন বস্তিতে চলছে এ নাটকের শুটিং। গ্রামের এক তরুণীর চরিত্রে এখানে দেখা যাবে মাহিকে। তিনি মানবজমিনকে মুঠোফোনে বলেন, অনেকদিন পর কাজ শুরু করলাম। প্রায় এক মাস পর তো হবেই! খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। এ অভিনেত্রী আরও বলেন, সত্যি বলতে সব ধরনের কাজ করতে চাই না। তাই সময় নিয়ে কাজ করা হয়। এই মুহূর্তে একটু সিলেক্টিভ কাজই করছি। গল্প ও চরিত্রের দিকে খেয়াল রাখছি। কারণ আমি জানি একটি ভালো চরিত্রই দর্শকদের মনে একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে দীর্ঘদিন। আমিও সেই চেষ্টাটাই করছি। আমার অভিনয়ের ক্যারিয়ারের খুব বেশিদিন হয়নি। তবে এখন থেকেই বুঝেশুনে কাজ করতে চাই। জানা গেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ মিটু পরিচালিত ‘মাস্তান নাম্বার ওয়ান’ নাটকে নিলয় আলমগীরের বিপরীতে অভিনয় করছেন মাহি। এ নাটকে আরও রয়েছেন তারিক আনাম খান, মনিরা মিঠুর মতো গুণী শিল্পীরাও।