রাজনীতি
নলডাঙ্গায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে দুলু
'অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে'
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ৫ মার্চ ২০২৫, বুধবার, ৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসীবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য অন্তবর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।
বুধবার বিকেলে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি উল্লেখ করে দুলু বলেন, সাধারণ মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন, হাজারও ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে যে অর্জন তা কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের হাতে নষ্ট হতে দেয়া যাবে না।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, হাফিজুর রহমান ও গিয়াস উদ্দীন প্রমুখ।