ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

ইরা ইনফোটেক লিমিটেডের ঐতিহাসিক জয়: ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ৯) চ্যাম্পিয়ন

(২ মাস আগে) ৫ মার্চ ২০২৫, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

mzamin

ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ (সিজন ৯)-এর চ্যাম্পিয়ন হয়েছে ইরা ইনফোটেক লিমিটেড। এক রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টি শুটআউটে ২-১ গোলে এনোসিস সলিউশনসকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতে নিয়েছে তারা। এই জয় ইরা ইনফোটেকের দলগত মনোবল, অদম্য সাহস এবং নিরলস প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


ইরা ইনফোটেকের চ্যাম্পিয়নশিপের পথ চলা সত্যিই ছিল চোখে পড়ার মতো। কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ইরা পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে তারা তাদের জয়যাত্রা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। এই ম্যাচে প্রশংসার দাবিদার ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার দিদারুল ইসলাম যার জোড়া গোল দলকে ফাইনালে পৌঁছে দেয়।


ফাইনালে এনোসিস সলিউশনসের মুখোমুখি হয় ইরা ইনফোটেক। দুই দলই তাদের দক্ষতা এবং প্রত্যয় দেখিয়েছে, কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুইটি ৮ মিনিটের হাফে বিভক্ত) কোনো দলই গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্স টুর্নামেন্টের ইতিহাসে তাঁকে স্থান করে দিয়েছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (MVP) নির্বাচিত হন মো. মাশরুর রহমান খান। তাঁর অসাধারণ দক্ষতা, ধারাবাহিকতা এবং চাপের মুহূর্তে সেরা পারফরম্যান্স ইরা ইনফোটেকের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই জয় ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলনেতা ইফতেখার আহমেদ দুরজয় এবং সহ-দলনেতা সজিব মোল্লার নেতৃত্বে দলটি শিরোপা জিতে নেয়। ট্রফি তুলে ধরার মুহূর্তে উপস্থিত ছিলেন ইরা ইনফোটেক লিমিটেডের CEO মো. আব্দুল মাবুদ, যাঁর দিকনির্দেশনায় দল এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে।

দলের পেছনে কোচ মো. তাওফিক মুহাম্মদ আব্দুস সাত্তার এবং ম্যানেজার কাজী আনিসুর রহমানের অবদান ছিল অপরিসীম। তাদের কৌশলগত পরিকল্পনা, সুনিপুণ প্রস্তুতি এবং খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের অক্লান্ত পরিশ্রম ইরা ইনফোটেককে একটি শক্তিশালী দলে পরিণত করে।


ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ৯)-এর শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করার জন্য ইরা ইনফোটেক লিমিটেডকে আন্তরিক অভিনন্দন।

চ্যাম্পিয়ন ইরা ইনফোটেক লিমিটেডের প্রতি: আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনারাই দেখিয়েছেন যে অদম্য মনোবল, ধৈর্য এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। এই জয় আমাদের সবার মনে চিরকাল থাকবে। (বিজ্ঞপ্তি)


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status