অনলাইন
নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০১ অপরাহ্ন

ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশ শুরু হওয়ার পর থেকেই নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় ফকিরাপুল থেকে থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত এক পাশের রাস্তা বন্ধ রয়েছে। এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াপল্টনসহ এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।